Advertisement
E-Paper

লখনউও মোহনবাগানময়! পন্থদের ম্যাচের আগে গোয়েন্‌কাকে অভ্যর্থনা সবুজ-মেরুন রঙে

সোমবার লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দেখতে গিয়েছেন সঞ্জীব গোয়েন্‌কা। সেখানে লখনউয়ের মালিককে স্বাগত জানানো হয়েছে সবুজ-মেরুনে।

cricket

মোহনবাগানের জার্সি পরে সঞ্জীব গোয়েন্‌কা। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৪:০৫
Share
Save

শনিবার আইএসএল কাপ জিতেছে মোহনবাগান। ভারতের এক নম্বর লিগের দু’টি ট্রফিই সঞ্জীব গোয়েন্‌কার দখলে। ফুটবলে ভারতসেরা হয়ে এ বার গোয়েন্‌কার নজর আইপিএলে। সোমবার লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দেখতে গিয়েছেন তিনি। সেখানে লখনউয়ের মালিককে স্বাগত জানানো হয়েছে সবুজ-মেরুনে।

মোহনবাগান গোয়েন্‌কাকে স্বাগত জানানোর এই ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, লখনউয়ে টিম হোটেলে ঢুকছেন গোয়েন্‌কা। তাঁর টি-শার্টের কলারে সবুজ-মেরুনের ছোঁয়া। দেখে বোঝা যাচ্ছে, আইএসএল জয়ের আনন্দ এখনও শেষ হয়নি তাঁর। গোয়েন্‌কাকে স্বাগত জানাতে বিশেষ ব্যবস্থা করেছিলেন হোটেল কর্তৃপক্ষ।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, হোটেলের লবিতে কর্মচারীরা কয়েকটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সেখানে লেখা, মোহনবাগানের আইএসএল কাপ জেতার আনন্দ ভাগ করে নিচ্ছে লখনউয়ের সেই হোটেলও। গোয়েন্‌কাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। হোটেলের লবিতে মোহনবাগান ক্লাব নিয়ে লেখা এক জনপ্রিয় গানও বাজছিল। এই ব্যবস্থা দেখে অবাক হয়ে যান বাংলার শিল্পপতি। তিনি হোটেলের কর্মচারীদের ধন্যবাদ জানান।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শনিবার একই দিনে গোয়েন্‌কার দুই দলের খেলা ছিল। দুপুরে লখনউয়ের মাঠেই গুজরাত টাইটান্সের মুখোমুখি হয়েছিলেন ঋষভ পন্থেরা। সেই ম্যাচ জেতে লখনউ। পরে সন্ধ্যায় যুবভারতীকে আইএসএল কাপ ফাইনালে মোহনবাগান মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসির। গোয়েন্‌কা কোন খেলা দেখতে যাবেন সে দিকেই নজর ছিল সকলের। আনন্দবাজার ডট কম জানিয়েছিল, ক্রিকেটের বদলে ফুটবলকেই বেছে নেবেন গোয়েন্‌কা। সন্ধ্যায় সত্যিই তাঁকে যুবভারতীতে দেখা যায়। বেঙ্গালুরুকে হারিয়ে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফিও তুলে দেন তিনি। এ বার লখনউয়ের ম্যাচের আগেও দেখা গেল সেই সবুজ-মেরুনের ছোঁয়া।

সংক্ষেপে
  • চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
  • গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
Sanjiv Goenka IPL Mohun Bagan Lucknow Super Giants ISL 2024-25

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}