লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ‘রিটায়ার্ড আউট’ করা হয়েছিল তিলক বর্মাকে। মুম্বই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত নিয়ে কম সমালোচনা হয়নি। যদিও তার পরের দু’টি ম্যাচে অর্ধশতরান করেছেন তিনি। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। সেই ইনিংসের পর আবার ‘রিটায়ার্ড আউট’-এর ঘটনা নিয়ে মুখ খুলেছেন তিলক। এখনও কি তাঁর দুঃখ হচ্ছে?
তিলক জানিয়েছেন, ঘটনাটি ইতিবাচক ভাবে দেখছেন তিনি। তাঁর মতে, দলের স্বার্থে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিলক বলেন, “আমার কিছু মনে হয়নি। আমি বুঝতে পেরেছিলাম, দলের স্বার্থে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই ইতিবাচক ভাবে বিষয়টা দেখছি। আপনি কী ভাবে বিষয়টা ভাবছেন সেটাই আসল। আমি ইতিবাচক ভাবে দেখছি।”
মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার স্পষ্ট করে দিয়েছেন, তাঁকে যেখানেই ব্যাট করতে পাঠানো হোক, তিনি তৈরি। তিলক বলেন, “আমাকে যেখানেই ব্যাট করতে পাঠানো হোক না কেন, আমি একই মানসিকতা নিয়ে খেলতে চাই। আমিই কোচকে সে কথা জানিয়েছি। সব জায়গায় খেলতে আমি স্বচ্ছন্দ। আমি নিজের সেরাটা দিতে চাই।”
আরও পড়ুন:
লখনউয়ের বিরুদ্ধে শেষ সাত বলে জিততে ২৪ রান দরকার ছিল মুম্বইয়ের। সেই সময় ২৩ বলে ২৫ রান করে খেলছিলেন তিলক। তাঁকে ‘রিটায়ার্ড আউট’ করার সিদ্ধান্ত নেয় মুম্বই। নামানো হয় মিচেল স্যান্টনারকে। তাতে অবশ্য মুম্বই জিততে পারেনি। ১২ রানে হারে তারা। তার পরেই সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়। কোন পরিকল্পনায় তিলকের বদলে স্যান্টনারকে নামানো হল সেই প্রশ্ন ওঠে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৯ বলে ৫৬ রান করেন তিলক। তার পরেও দল জেতেনি। ২২২ রান তাড়া করতে নেমে ১৩ রানে হারে মুম্বই। দিল্লির বিরুদ্ধে ৩৩ বলে ৫৯ রান করেন তিলক। তাঁর ব্যাটে ভর করে ২০৫ রান করে মুম্বই। ১২ রানে জেতে তারা। চলতি মরসুমে পাঁচটি ইনিংসে ২১০ রান করেছেন তিলক। মুম্বইয়ের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান তাঁর। ৪২ গড় ও ১৪৩.৮৩ স্ট্রাইক রেটে রান করছেন তিনি। ব্যাটেই সব সমালোচনার জবাব দিচ্ছেন তিলক।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২১:১৭
কোহলির ৭০, পড়িক্কলের ৫০, ঘরের মাঠে রাজস্থানের সামনে ২০৬ রানের লক্ষ্য দিল বেঙ্গালুরু -
১৭:৫৮
হারলেই পিচের দোষ! এ বার ঘরের মাঠের উইকেটকে দায়ী করল হায়দরাবাদও -
১৪:০৩
টানা চার ম্যাচ হার রাজস্থানের, উদ্বেগ বাড়ছে সঞ্জুকে নিয়েও, কবে মাঠে ফিরবেন অধিনায়ক? -
১১:২২
আট ম্যাচে ছয় হার, আইপিএলে হেড-অভিষেকরা থাকলেও আর চার-ছক্কার ব্যাটিং করবে না হায়দরাবাদ -
আবার নায়ক রোহিত, বিপর্যস্ত হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে আরও এগোল মুম্বই