কিংবদন্তি: ভক্তদের আবদার মেটাচ্ছেন মেসি। একটি বিজ্ঞাপনী অনুষ্ঠানে। আপাতত ক্লাব ফুটবল নেই। ছবি: টুইটার।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে ভাবে রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য ক্লাবে চলে গিয়েছেন, তাতে অবাক তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী। শুধু তাই নয়, লিয়োনেল মেসি এও বলে দিচ্ছেন, এর ফলে রিয়ালের অবস্থা খারাপ হবে আর চ্যাম্পিয়ন্স লিগ জেতার ব্যাপারে বড় দাবিদার হয়ে উঠবে জুভেন্তাস।
স্প্যানিশ প্রচারমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে মেসি বলেছেন, ‘‘খবরটা শুনে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। ভাবিনি যে রোনাল্ডো একদিন রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাবে। ওর জুভেন্তাসে যাওয়াটাও আমাকে অবাক করেছিল। কারণ আরও অনেক ক্লাব ছিল যারা রোনাল্ডোকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল। তবে জুভেন্তাসও খুব ভাল দল। এ বার নিঃসন্দেহে আরও শক্তিশালী হয়ে উঠবে।’’
রোনাল্ডো চলে যাওয়ায় কতটা ক্ষতি হল রিয়ালের? মেসি পরিষ্কার বলে দিচ্ছেন, ‘‘রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা দল। ওদের ফুটবলাররাও খুব ভাল। কিন্তু এটাও সত্যি যে, রোনাল্ডো চলে যাওয়ায় ওদের শক্তি বেশ কমে যাবে। আর অন্য দিকে, জুভেন্তাসকে চ্যাম্পিয়ন্স লিগ জেতার ব্যাপারে অন্যতম দাবিদার করে তুলবে। জুভেন্তাস এমনিতেই ভাল দল। তার ওপর এ বার ওরা রোনাল্ডোকেও পেয়ে গেল।’’
গত মরসুমে লা লিগা এবং কোপা দেল রে জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি বার্সেলোনা। যে যন্ত্রণাটা এখনও মুছে যায়নি মেসিদের। বার্সেলোনার অধিনায়কত্ব পাওয়ার পরে তাই তো তিনি বলছেন, ‘‘এ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার সময় এসেছে। তিন বছর পর পর আমরা কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে গিয়েছি। গত বারেরটা বোধহয় সব চেয়ে খারাপ হয়েছিল।’’ গত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অপ্রত্যাশিত ভাবে রোমার কাছে হেরে বিদায় নিয়েছিল বার্সেলোনা। যে হারটা ভুলতে পারেননি মেসিরা। বার্সা অধিনায়ক বলছেন, ‘‘আমাদের চ্যাম্পিয়ন্স লিগটাই লক্ষ্য করতে হবে। দল হিসেবে, ক্লাব হিসেবে। আমাদের দলটাও দারুণ। আমরা অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারি।’’
গত কয়েক মরসুম ধরে বিশাল অঙ্কের অর্থ দিয়ে ফুটবলার তুলে নিচ্ছে ইউরোপের বিভিন্ন ক্লাব। নেমার দা সিলভা, কিলিয়ান এমবাপে, ফিলিপে কুটিনহো, পল পোগবারা যার উদাহরণ। মেসি মনে করেন, রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা ক্লাবের আকর্ষণও এখন ফুটবলারদের কাছে ফিকে যাচ্ছে এই বিশাল অর্থের সামনে। মেসি বলেছেন, ‘‘এখন অনেক ক্লাবের হাতেই প্রচুর অর্থ আছে। ফুটবলাররাও সে দিকেই ঝুঁকছে। যেখানে সব চেয়ে বেশি অর্থ পাওয়া যাচ্ছে, সেখানেই এখন ফুটবলাররা যাচ্ছে। আগেকার মতো আর পরিস্থিতি নেই। অনেক ক্লাবের মালিকই এখন বিশাল অর্থের অধিকারী। আগে ফুটবলাররা বার্সা বা মাদ্রিদের হয়ে খেলতে চাইত। যারা সেরা দল ছিল। কিন্তু এখন ছবিটা বদলাচ্ছে। এখন আর ম্যাঞ্চেস্টার, পিএসজি, মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ বা ইতালিয়ান দলগুলোর মধ্যে বিশেষ ফারাক নেই।’’
বার্সেলোনা এ বার বেশ কয়েক জন নতুন মুখ সই করিয়েছে। যাঁদের মধ্যে থেকে ব্রাজিলের ২২ বছর বয়সি মিডফিল্ডার আর্থার মেলো-কে বিশেষ ভাল লেগেছে মেসির। কিংবদন্তি এই ফুটবলার তাঁর নতুন সতীর্থকে নিয়ে বলেছেন, ‘‘মেলোর খেলার ধরন অনেকটা জাবির মতো। সব সময় বলের দখল রাখতে চায়। ছোট ছোট পাসে খেলে আর খুব নির্ভরযোগ্য।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy