এই দৃশ্য দেখা যেতে চলেছে। গ্রাফিক: শৌভিক দেবনাথ
প্যারিস সঁ জঁ-তেই যাচ্ছেন লিয়োনেল মেসি। এমনটাই জানাচ্ছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ। প্রায় ৬১০ কোটি ৫০ লক্ষ টাকায় তিনি সই করতে চলেছেন বলে জানিয়েছে তারা। দুই বছরের জন্য হয়েছে এই চুক্তি হওয়ার সম্ভাবনা।
মেসির বাবা জর্জি মেসিও প্যারিসের দলে যোগ দেওয়ার ব্যাপারেই শিলমোহর দিচ্ছেন। মেসির এজেন্টও তিনিই। বার্সেলোনা ছাড়ার পর পিএসজি-তেই যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বলে জানা যাচ্ছিল। প্রাক্তন সতীর্থ নেমারের সঙ্গেই ফের জুটি বাঁধতে চলেছেন মেসি।
লেকিপের দাবি অনুযায়ী মঙ্গলবারই প্যারিস যাবেন মেসি। আর্জেন্টিনার তারকা ফুটবলারকে বার্সেলোনা বিমানবন্দরে দেখা গিয়েছে। টুইটে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে সপরিবারে বার্সেলোনা বিমানবন্দরে মেসি। প্যারিসে উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি।
Off to Paris 🛫
— Leo Messi 🔟 (@WeAreMessi) August 10, 2021
Poor Ciro. 🥺🥺 pic.twitter.com/3h49xQdHjS
Lionel Messi joins PSG... HERE WE GO! Total agreement completed on a two-years contract. Option to extend until June 2024. Salary around €35m net per season add ons included. #Messi
— Fabrizio Romano (@FabrizioRomano) August 10, 2021
Messi has definitely accepted PSG contract proposal and will be in Paris in the next hours. pic.twitter.com/DiM5jNzxTA
বার্সেলোনা ছাড়ার আগে শেষ সাংবাদিক বৈঠকে প্যারিসের ক্লাবে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন মেসি। সেই জল্পনাই সত্যি হচ্ছে বলে দাবি ফরাসি লেকিপের। আপাতত দুই বছরের চুক্তি হলেও তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
পিএসজি দলে রয়েছেন নেমার এবং এমবাপে। তাঁদের সঙ্গে মেসি যোগ দিলে ফ্রান্সের ক্লাবের আক্রমণভাগ যে আরও শক্তিশালী হয়ে উঠবে তা বলাই বাহুল্য। রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার সের্খিয়ো র্যামোসও সই করেছেন পিএসজি-তে। এক সময়ের দুই প্রতিপক্ষ এ বার একই দলের নামতে চলেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy