আগামী রবিবার নামছে কেকেআর। তার আগে গুছিয়ে নিল দল। ছবি: কেকেআরের ফেসবুক পেজ থেকে।
আইপিএলের বল গড়াচ্ছে চলতি মাসের ২৩ তারিখ। দু’ বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নামছে তার পরের দিনই। কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
চোটের জন্য দুই তরুণ ক্রিকেটার কমলেশ নাগারকোটি ও শিবম মাভিকে এ বার পাচ্ছে না কেকেআর শিবির। প্রায় ছ’ মাস বিশ্রামে থাকতে হবে মাভিকে। চোট সারানোর জন্য নাগারকোটি এখন বেঙ্গালুরুর এনসিএতে।
রবিবার দুই তরুণ ক্রিকেটারের পরিবর্ত খুঁজে নিল নাইটরাইডার্স। সন্দীপ ওয়ারিয়র ও কেসি কারিয়াপ্পাকে দলে নেওয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেটে ওয়ারিয়র কেরলের হয়ে খেলেন। অতীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ছিলেন। কিন্তু, একটি ম্যাচও খেলেননি।
আরও পড়ুন: আইপিএলের আগে সতীর্থদের বার্তা কোহালির, কী বললেন তিনি?
৪০টি টি টোয়েন্টি ম্যাচ থেকে তাঁর ঝুলিতে ৪১টি উইকেট। সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টে কেরলের হয়ে ছ’টি ম্যাচ থেকে ৮টি উইকেট নিয়েছেন তিনি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন।
কারিয়াপ্পা আবার ২৮টি টি টোয়েন্টি ম্যাচ থেকে ২৫টি উইকেট নিয়েছেন। কিংস ইলেভেন পঞ্জাব ও কেকেআরের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে কারিয়াপ্পার। ‘মিস্ট্রি স্পিনার’ হিসেবে যাঁর পরিচিতি ক্রিকেটমহলে। পুরনো দলেই ফিরলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy