ইউএস ওপেন জয়ের পর ট্রফি নিয়ে কের্বার। ছবি: এপি।
শুরুটা করেছিলেন পাঁচ বছর আগে থেকেই। রাতারাতি বিশ্ব টেনিসের রাজত্ব ছিনিয়ে নেওয়া কের্বার স্বপ্ন দেখেছিলেন একদিন ইউএস ওপেন ট্রফি হাতে মঞ্চে উঠবেন। একটা ব্যর্থতা এই স্বপ্নটাকে আরও উসকে দিয়েছিল। যখন প্রথম ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছেও হেরে ফিরতে হয়েছিল। এত বছর পর সেই ব্যর্থতা ভুলে সাফল্যের মুখ মঞ্চে কের্বার। বছরটাই শুরু হয়েছিল সাফল্যের সঙ্গে। যখন প্রথম গ্র্যান্ডস্লাম হিসেবে জিতে নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেন।
ইউএস ওপেনের নতুন মুখ কের্বার। শনিবার ইউএস ওপেনের মহিলাদের ফাইনালে ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন কের্বার। এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জিতে নিলেন অ্যাঞ্জেলিক। দ্বিতীয় বাছাই জার্মানির কের্বার হারালেন দশম বাছাই চেক রিপাবলিকের ক্যারোলিনাকে। তিন সেটের লড়াইয়ের শুরুটা কের্বারের হয়েছিল জয় দিয়েই। ৬-৩ এ প্রথম সেট জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান ক্যারোলিনা। দারুণভাবে ফেরেন ম্যাচে। ৬-৪ এ কের্বারকে পিছনে ফেলে দেন ক্যারোলিনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষটা অবশ্য করলেন কের্বারই। শেষ সেট ৬-৪ এ জিতে নিয়ে ইউএস ওপেন ট্রফিতে নিজের নাম লিখিয়ে ফেললেন স্টেফি গ্রাফের দেশের মেয়ে।
গত জানুয়ারিতেই অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এ বার ইউএস ওপেন। চ্যাম্পিয়ন হয়ে কের্বার বলেন, ‘‘দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জিতে দারুণ লাগছে। এটা আমার জীবনের সেরা বছর। এটা শুরু হয়েছিল পাঁচ বছর আগে নিউ ইয়র্কে। যখন আমি সেমিফাইনালে পৌঁছেছিলাম। আর এখন আমার হাতে ট্রফি রয়েছে। এটা অসাধারণ।’’ নিজের খেলায় খুশি কের্বার।
আরও খবর
গ্রাফের ছবি ঢেকেও আটকানো গেল না গ্রাফের দেশের মেয়েকে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy