ঝুলনের সঙ্গে এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন ইমতিয়াজ।
রাজনীতির ময়দানে ভারত-পাক বৈরিতা থাকলেও, ক্রিকেটের বাইশ গজে প্রভাব ফেলেনি কাঁটাতারের বেড়া। ক্রিকেট মাঠে বরাবরই সৌভ্রাতৃত্ব বোধ বজায় রেখেছে দু’দেশের ক্রিকেটারেরা।
পাকিস্তানের মহিলা ক্রিকেটার কায়নাত ইমতিয়াজের জীবন, আরও এক বার সে কথাই মনে করিয়ে দিল। ২০০৫সালে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে পাকিস্তানে খেলতে গিয়েছিলেন ঝুলন গোস্বামী। কায়নাত ছিলেন সেই টুর্নামেন্টের ‘বল পিকার’। ঝুলনের দুর্ধর্ষ ক্রিকেটীয় পারফরম্যান্সকে চোখের সামনে থেকে দেখে অনুপ্রাণিত হয়ে এর পরই ক্রিকেটকে বেছে নেন কায়নাত।
আরও পড়ুন: ধোনিকে শুভেচ্ছা গিলক্রিস্টের
কঠোর প্রচেষ্টায় ঝুলনের মতোই ফাস্ট বোলার হিসেবে নিজেকে গড়ে তোলার কাজ শুরু করে দেন ইমতিয়াজ।এক যুগ পরে সেই ‘আদর্শ’র বিরুদ্ধে বিশ্বকাপে খেললেন কায়নাত। ম্যাচের পর দেখাও করলেন ঝুলনের সঙ্গে।নিজের আদর্শের সঙ্গে খেলতে পেরে ভারত-পাক ম্যাচের পর বেশ উচ্ছ্বসিত এবং আবেগতাড়িত কায়নাত। পুরনো দিনের কথা তুলে এ দিন ঝুলনের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন তিনি।
😍 😍❤
😍 😍❤
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy