Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Jobby Justin

থুতু ছিটিয়ে ছয় ম্যাচ নির্বাসিত জবি, বড় ধাক্কা ইস্টবেঙ্গলে

চলতি মাসের ৯ তারিখ আই লিগের নির্ণায়ক ম্যাচ। চেন্নাই সিটি এফসি-র সামনে মিনার্ভা পঞ্জাব। অন্য দিকে, ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ গোকুলাম। সেই ম্যাচে জবিকে পাবেন না লাল-হলুদ কোচ আলেসান্দ্রো মেনেনদেজ।

নির্বাসিত জবি। ধাক্কা লাল-হলুদ শিবিরে। ছবি: এএফপি

নির্বাসিত জবি। ধাক্কা লাল-হলুদ শিবিরে। ছবি: এএফপি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ১৫:৩৬
Share: Save:

বড় ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে। জবি জাস্টিনকে ছ’ম্যাচ নির্বাসিত ও ১ লক্ষ টাকা জরিমানা করা হল। ২৫ ফেব্রুয়ারি আইজলের ডিফেন্ডার করিম ওমোলজার গায়ে থুতু দেওয়ার জন্য লাল-হলুদ স্ট্রাইকারের উপরে নেমে আসে নির্বাসনের খাঁড়া।

মঙ্গলবার ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জবির সঙ্গে আইজল ডিফেন্ডার করিমকেও ছ’ম্যাচ সাসপেন্ড ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

চলতি মাসের ৯ তারিখ আই লিগের নির্ণায়ক ম্যাচ। চেন্নাই সিটি এফসি-র সামনে মিনার্ভা পঞ্জাব। অন্য দিকে, ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ গোকুলাম। সেই ম্যাচে জবিকে পাবেন না লাল-হলুদ কোচ আলেসান্দ্রো মেনেনদেজ।

আরও পড়ুন: চেন্নাইকে ম্যাচ ছাড়বে না মিনার্ভা, টুইট করে ইস্টবেঙ্গলকে বাজাজের আশ্বাস

আরও পড়ুন: ছেড়ে দেওয়া হতে পারে হেনরি ও ওমরকে, বাগানে ছাঁটাইয়ের হাওয়া

আইজল ম্যাচের পরে ইস্টবেঙ্গল খেলে ফেলেছে দু-দুটো ম্যাচ। সেই দুটো ম্যাচে খেলেননি জবি। অর্থাৎ ছ’ম্যাচ নির্বাসনের মধ্যে দুটো ম্যাচে নির্বাসিত ছিলেন লাল-হলুদের এই স্ট্রাইকার। আই লিগের শেষ ম্যাচেও তিনি নেই। সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল পৌঁছলে তবেই নামতে পারবেন জবি।

অন্য বিষয়গুলি:

Jobby Justin I league East Bengal AIFF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE