জিতু রাই। ছবি: এপি।
২০২২ কমনওয়েলথ গেমসে থাকবে না শুটিং। যে শুটিং এ বার সমৃদ্ধ করেছে ভারতের পদক তালিকাকে। সেটাই বাদ চলে যাচ্ছে এই ইভেন্ট থেকে।
যা নিয়ে এ বছরের কমনওয়েলথ গেমসের মধ্যেই মুখ খুলেছিলেন ভারতের ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর। অনুরোধও করেছিলেন পরের কমনওয়েলথে যেন রাখা হয় শুটিংকে। এ বার গোল্ড কোস্ট থেকে ফিরে শুটিংয়ের পক্ষেই সওয়াল জিতু রাইয়ের। তাঁর মতে, ২০২২ বার্মিংহ্যাম গেমস থেকে শুটিং সরিয়ে নেওয়াটা সঠিক সিদ্ধান্ত হবে না। তাতে সমস্যায় পড়বেন পরের প্রজন্মই।
বুধবার ভারতীয় আর্মি আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর মতামত জানান তিনি। বলেন, ‘‘কমনওয়েলথে আমরা শুটিংয়ে অনেক পদক জিতেছি। ছেলে-মেয়েদের দিকে দেখুন যারা দারুণ করছে। আরও ভাল হবে যদি এ ভাবেই চলে। এটা ভেবে খারাপ লাগছে যে ২০২২ কমনওয়েলথ গেমসে থাকবে না শুটিং। এটা আমাদের পরবর্তী প্রজন্মের পদকের ক্ষেত্রে প্রভাব ফেলবে।’’
আরও পড়ুন
‘এই সোনাটা কিছু লোককে জবাবও’, আবেগাপ্লুত মেরি কম
এর সঙ্গে তিনি জুড়ে দেন, ‘‘কিন্তু এটা আমাদের হাতে নেই। আমরা শুধু আমাদের শুটিং চালিয়ে যেতে পারি। সে শুটিং কমনওয়েলথে থাকুক আর না থাকুক। কিন্তু আমি এখনও আশাবাদী।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy