Advertisement
০২ নভেম্বর ২০২৪
Sports News

অফিসে একটা খারাপ দিন ছিল, মধ্যরাতে ফুটবল খেলে বললেন এটিকে কোচ

বিমান বন্দর থেকে সরাসরি যুবভারতীতে চলে গেল এফসি গোয়া দল। ড্রেসিংরুমে পৌঁছে জার্সি পরতে যা সময় লাগে। তার পরই মাঠে নেমে পড়া। আইএসএল-এ কলকাতা বনাম গোয়া ম্যাচ শুরু হল রাত ১০.৪৫ মিনিটে। যখন খেলা শেষ হল তখন ক্যালেন্ডারের তারিখও বদলে গিয়েছে।

কলকাতা বনা গোয়া ম্যাচের একটু মুহূর্ত। ছবি: আইএসএল।

কলকাতা বনা গোয়া ম্যাচের একটু মুহূর্ত। ছবি: আইএসএল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮ ১৫:৪৯
Share: Save:

প্রায় মধ্যরাতে খেলা শুরু। কারণ অ্যাওয়ে টিমের না এসে পৌঁছনো। দু’দিন ধরে গোয়া এয়ারপোর্টে আটকে থাকা এফসি গোয়া দল যখন কলকাতা বিমান বন্দরে পা রাখল তখন ঘড়ির কাটায় রাত ন’টা। ভারতীয় ফুটবলের ইতিহাসে এই প্রথম ঘটে গেল অনেক নতুন কিছু।

বিমান বন্দর থেকে সরাসরি যুবভারতীতে চলে গেল এফসি গোয়া দল। ড্রেসিংরুমে পৌঁছে জার্সি পরতে যা সময় লাগে। তার পরই মাঠে নেমে পড়া। আইএসএল-এ কলকাতা বনাম গোয়া ম্যাচ শুরু হল রাত ১০.৪৫ মিনিটে। যখন খেলা শেষ হল তখন ক্যালেন্ডারের তারিখও বদলে গিয়েছে। তার পরও গোয়ার কাছে আটকে গেল কলকাতা। খেলার ফল ১-১। ম্যাচ শেষে এটিকে কোচ টেডি শেরিংহ্যামের ব্যাখ্যা, ‘‘অফিসে একটা খারাপ দিন ছিল।’’

মধ্যরাতে শেষ হল একটা ফুটবল ম্যাচ। ভারতের ইতিহাসে এই প্রথম। এই ম্যাচটি হওয়ার কথা ছিল ৩১ ডিসেম্বর। কিন্তু তা হঠাৎ বদলে যাওয়ায় কলকাতায় আসার টিকিট পায়নি গোয়া দল। তার পর যখন পাওয়া গেল তখন প্রথমদিন বিমানে যান্ত্রিক ত্রুটির জন্য শহরে পৌঁছতে পারল না দল। দ্বিতীয়বার আটকে গেল এয়ারপোর্টের মধ্যেই মিগ বিমান ভেঙে পড়ায়। কিন্তু খেলা বাতিল হল না। শেষ পর্যন্ত খেলা হল। এবং মধ্যরাতে। শেরিংহ্যাম ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে বলেন, ‘‘এখন রাত একটা। আমরাই যে শুধু পাগল তা নয়। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।’’

আরও পড়ুন
গোয়ায় আটকে এফসি গোয়া, খেলা পিছিয়ে রাত ১০টার পর

সঙ্গে তিনি জুড়ে দেন, ‘‘জীবনে এই প্রথম আমি রাত একটাই খেলা শেষ করলাম। এবং এখনও বসে আছি এখানে। এটা সত্যিই খুব অস্বাভাবিক।’’ এটিকে দল মাঠে পৌঁছে গিয়েছিল ৮.১৫ মিনিটে। বলেন, ‘‘প্রথমে আমাদের বলা হয়েছিল ৮টার বদলে ৮.৩০তে খেলা শুরু হবে। এর পর ৮.৪৫, ৯.১৫.... চলতেই থাকে। কঠিন হলেও আমরা আমাদের লক্ষ্য ধরে রেখেছিলাম। খুব খারাপ দিন ছিল। অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। বুঝতেই পারছিলাম না মাঠে নেমে কী হবে।’’

দেখুন গোলের ভিডিও

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE