ইতালিতে বিরাট, অনুষ্কার মালা বদল। ছবি: পিটিআই।
বিরাট-অনুষ্কা কেন দেশের বাইরে গিয়ে বিয়ে করলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তাতে বিরুষ্কার কিছু সমস্যা নেই। জবাব দেওয়ারও প্রয়োজন মনে করেননি তাঁরা। কিন্তু তাঁদের হয়ে জবাব দিলেন গৌতম গম্ভীর। এমনিতে গম্ভীর সব সময়ই স্পষ্ট বক্তা। সব কিছু নিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গিয়েছে তাঁকে। এ বার বিরাট-অনুষ্কার হয়ে ব্যাট ধরলেন তিনি।
এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সুর চড়ালেন গম্ভীর। কিছুদিন আগেই বিরুষ্কার ইতালিতে বিয়ে করা নিয়ে ক্ষোভ দেখিয়েছিলেন এক বিজেপি নেতা। যদিও তার পরেই এই দম্পতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিল্লিতে তাঁদের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণও করতে গিয়েছিলেন। এ দিন গম্ভীর বলেন, ‘‘এটা ওদের ব্যাক্তিগত বিষয় এবং পছন্দ। আর কেউ এ নিয়ে মন্তব্য দিতে পারে না। রাজনীতিকদের এ রকম মন্তব্য করার আগে আরও সতর্ক হওয়া উচিত।’’
বিজেপি নেতা পান্নালাল সাক্য প্রশ্ন তুলেছিলেন বিরাট, অনুষ্কার দেশভক্তি নিয়ে। তাঁর প্রশ্ন ছিল, ‘‘এই দেশে রাম, কৃষ্ণ, বিক্রমাদিত্যরা বিয়ে করেছেন। তোমাদেরও এই দেশেই বিয়ে করা উচিত ছিল। আমরা কেউ ওদের মতো বাইরে গিয়ে বিয়ে করিনি। দেশে থেকেই ওরা খ্যাতি আর টাকা পেয়েছে। আর ওরাই বাইরে চলে গেল।’’ তাঁর কথার সুর ধরে অনন্ত নাগের বিজেপি নেতা রফিক ওয়ানিও বলেন, ‘‘হানিমুনের জন্য সব থেকে সুন্দর জায়গা কাশ্মীর। ওদের হানিমুনও এখানেই করা উচিত ছিল। তা হলে আমাদের ট্যুরিজমেরও উন্নতি হত।’’
আরও পড়ুন
এসিসির ইভেন্টে পাকিস্তানে খেলতে নারাজ বিসিসিআই
বিজেপি নেতাদের একহাত নেওয়ার পর ক্রিকেটার বিরাটকেও শুভেচ্ছা জানিয়েছেন গম্ভীর। বলেন, ‘‘রান করে যাও, যেটার উপর তোমার নিয়ন্ত্রণ রয়েছে। তোমার হাতে যা নেই তার উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না। একটাই কাজ করতে পার, ব্যাট হাতে মাঠে নেমে যত সম্ভব রান করে যেতে পার।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy