মুখোমুখি গোয়া-চেন্নাই। ছবি: আইএসএল ফেসবুক।
আইএসএল-এর দুটো খেলা হয়ে গিয়েছে। কিন্তু এখনও গোলের মুখ খুলতে পারেনি কোনও পক্ষই। সব ম্যাচই গোলশূন্য। যার ফলে প্রশ্ন উঠছে খেলার মান নিয়ে, প্রশ্ন উঠছে বিদেশিদের নিয়ে। প্রায় সব দলেই বিদেশি স্ট্রাইকার। কিন্তু খেলা দেখে মনে হচ্ছে না গোল করার ছন্দে রয়েছেন কেউ। এই অবস্থায় রবিবার চেন্নাই-গোয়া ম্যাচে দেখা যাবে একঝাঁক ভারতীয়কে। চেন্নাইয়ের স্ট্রাইকিং লাইনে জেজে লালপেখলুয়া যদি গোলের মুখ খুলতে পারেন। দেশের হয়ে নিয়মিত গোল করছেন। রয়েছেন, সাফল্যের তুঙ্গে। তাঁকে সামনে রেখেই গোলের স্বপ্ন দেখছে চেন্নাই।
আরও পড়ুন
গোয়া-চেন্নাই ম্যাচে এই প্লেয়ারদের দিকে নজর রাখতেই হবে
ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলতে প্রস্তুত চেন্নাইয়ান এফসি। চতুর্থ আইএসএল-এ নতুন ভাবে শুরু করবে দুই দল। দু দলেরই কোচ নতুন, ভাবনা নতুন, লক্ষ্যটাও নতুন। চেন্নাইয়ের কোচ জন গ্রেগরির মতে তাঁর দল ভাল ছন্দে রয়েছে। তবে দেশের খেলা থাকায় কিছু ফুটবলার জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত। যার ফলে কিছুটা হলেও চাপে থাকবে চেন্নাই। তারমধ্যেও পুরো পয়েন্ট তুলতে চান গ্রেগরি। আক্রমনাত্মক ৪-৩-৩ ছকেই ঘর সাজাচ্ছেন চেন্নাই কোচ। গ্রেগরিকে আক্রমণে ভরসা দেবেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা অস্ত্র জেজে।
অন্যদিকে আইএসএল-এর হেড টু হেড লড়াইয়ে ৪-৩ গোয়া পিছিয়ে থাকলেও, চতুর্থ আইএসএল-এর প্রথম ম্যাচে বড় চমক দিতে চায় সার্জিও লোবেরা। অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলতে প্রস্তুত গোয়া। ৩-৪-৩ ছকে দল সাজাচ্ছেন গোয়ান কোচ। গোয়ায় রয়েছে প্রণয় হালদারের মতো মিডিও। যার উপর ভরসা রেখেছেন জাতীয় কোচ কনস্টানটাইনও। শেষ সাক্ষাতে চেন্নাইকে ৫-৪ এ হারিয়ে ছিল গোয়া। এখন দেখার ঘরের মাঠে চেন্নাই বদলা নিতে পারে কিনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy