দুর্ভেদ্য: এ ভাবেই মু্ম্বই সিটির আক্রমণ রুখলেন সুব্রত পাল। আইএসএল
এটিকের ম্যাচের বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াল জামশেদপুর এফসি। সেই সঙ্গে আইএসএলের শেষ চারে খেলার সম্ভাবনাও বাঁচিয়ে রাখলেন সুব্রত পালেরা।
টিম ক্যাহিল চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়েছেন। তাঁকে বাদ দিয়েই শুক্রবার ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে দল নামিয়েছিলেন জামশেদপুর কোচ সিজার ফের্নান্দো। অস্ট্রেলীয় তারকার অভাব বুঝতেই দিলেন না এমারসন গোমেস (মিমো)। ৮০ মিনিটে জামশেদপুরের হয়ে জয়সূচক গোল করেন তিনি।
জামশেদপুর ১ • মুম্বই সিটি ০
প্রথমার্ধে ম্যাচের ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় জামশেদপুর। এ দিন খেলেননি মুম্বইয়ের লেফ্ট ব্যাক শুভাশিস বসু। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ডান দিক দিয়ে আক্রমণ শানাতে শুরু করেছিলেন ফারুক চৌধুরী, মেমোরা। ৭৯ মিনিটে সেট পিস থেকে মুম্বই বক্সে ভেসে আসা বল অমরিন্দর সিংহ বাঁচালেও ফিরতি বলে হেডে গোল করেন মেমো। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পাঁচ নম্বরে রইল জামশেদপুর। অন্য দিকে, সমসংখ্যক ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল মুম্বই সিটি এফসি।
জামশেদপুরের মতো চেন্নাইয়িন এফসি-ও কি পারবে ঘুরে দাঁড়াতে? গত মরসুমে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। অথচ এ বার লিগ টেবলে সব চেয়ে নীচে তারা। ১৪ ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট বলিউড তারকা অভিষেক বচ্চনের দলের। আইএসএলের প্রথম চারে যাওয়ার সম্ভাবনাও শেষ। কিন্তু আজ, শনিবার ঘরের মাঠে দক্ষিণের ডার্বিতে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া চেন্নাই। কোচ জন গ্রেগরি বলেছেন, ‘‘জিতলে হারিয়ে যাওয়া সম্মান কিছুটা ফিরে পাব।’’ তিনি যোগ করেছেন, ‘‘দুঃসময়ে সমর্থকেরা আমাদের পাশে রয়েছেন। ওদের জন্যই জিততে চাই।’
বেঙ্গালুরুর গত বার চ্যাম্পিয়ন হতে না পারলেও ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবলের শীর্ষে। শেষ চারে খেলা নিশ্চিত করার জন্য মাত্র এক পয়েন্ট দরকার সুনীল ছেত্রীদের। একই কারণেই হয়তো চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তনের ভাবনা বেঙ্গালুরু কোচ কার্লেস কুদ্রাতের। টানা ম্যাচ খেলে ক্লান্ত সুনীল ও উদান্ত সিংহকে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। বেঙ্গালুরু কোচের প্রধান চিন্তা রক্ষণ। শেষ তিনটি ম্যাচ চার গোল খেয়েছে গত বারের রানার্সেরা। হেরেছে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে। কোনও মতে হার বাঁচিয়েছে কেরল ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে। জিতছে শুধু নর্থিস্ট ইউনাইটেড এফসি ম্যাচ। কার্লেস বলেছেন, ‘‘নিশু কুমার ও রাহুল ভেকের মধ্যে বোঝাপড়ার সমস্যা হচ্ছিল। আশা করছি, সেই সমস্যা কাটিয়ে উঠতে পারব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy