প্রশংসিত ঋদ্ধি ছবি পিটিআই
প্রতি ম্যাচেই নিজেকে প্রমাণ করছেন ঋদ্ধিমান সাহা। সুযোগ পেলেই ব্যাট হাতে রান করে দিচ্ছেন দলের হয়ে। রবিবারই তাঁর ৬৭ রানের সৌজন্যে চেন্নাইকে হারিয়েছে গুজরাত। ভারতীয় দলের উইকেটকিপারের ছন্দে মুগ্ধ গ্যারি কার্স্টেন। ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ মনে করছেন, প্রতি ম্যাচে পাওয়ার প্লে-তে ঋদ্ধি একাই তফাত গড়ে দিচ্ছেন।
গুজরাতের মেন্টর হিসেবে দলের সঙ্গে রয়েছেন কার্স্টেন। রবিবার ম্যাচের পর তিনি বলেছেন, “ঋদ্ধিকে নিয়ে আমরা খুব খুশি। ওকে দলে পেয়ে অনেক সুবিধা হয়েছে আমাদের। সত্যিকারের পেশাদার ক্রিকেটার ও। তা ছাড়া আইপিএল এবং বাকি ফরম্যাটে ওর অভিজ্ঞতার সুফল পাচ্ছি আমরা।”
Early breakthrough 🔥
— IndianPremierLeague (@IPL) May 16, 2022
Solid batting display 💥
Special badminton connect 👌@gujarat_titans' batting & bowling stars @Wriddhipops & @MdShami11 recap their side’s clinical win at Wankhede. 👍 👍 - By @28anand
Full interview 📹 🔽 #TATAIPL | #CSKvGT https://t.co/yMmfqIobyh pic.twitter.com/RJRRx9s1aP
কার্স্টেন যোগ করেন, “খেলার পরিস্থিতিটা খুব ভাল বুঝতে পারে এবং পাওয়ার প্লে-র সময়টা কাজে লাগাতে পারে। আমাদের কাছে ও মূল্যবান সম্পদ। যখনই ওকে দরকার, তখনই এগিয়ে আসে এবং দলকে সাহায্য করে। ওকে নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারব না। কারণ কী ভাবে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে সেটা ওর থেকে ভাল কেউ জানে না। শর্ট বলে ওর খেলা দেখে আমি মুগ্ধ।”
প্রথম বার আইপিএলে খেলতে নেমেই চমকে দিয়েছে গুজরাত। প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy