ধোনির থেকে গাওস্করের সই নেওয়ার সেই মুহূর্ত। — ফাইল চিত্র
রবিবারই ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের হয়ে এ বারের আইপিএলে শেষ ম্যাচ খেলেছেন তিনি। ম্যাচের পর দেখা যায় অভিনব দৃশ্য। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে গোটা দল মাঠ প্রদক্ষিণ করার সময় ছুটে গিয়ে ধোনির সই নেন সুনীল গাওস্কর। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। দুই প্রজন্মের ক্রিকেটারের এই ভালবাসা চোখ এড়ায়নি কারওরই। ম্যাচের পর সই নেওয়ার কারণ জানিয়েছেন গাওস্কর।
ধোনি মাঠ প্রদক্ষিণ করার সময় গাওস্কর আর এক বিশ্লেষক কেভিন পিটারসেনের সঙ্গে কথা বলছিলেন। ধোনি সেই দিকেই আসছিলেন। গাওস্কর ভিড়ের মাঝে ছুটে গিয়ে ধোনির সই নিয়ে নেন।
পরে গাওস্কর বলেন, “ধোনিকে কে ভালবাসে না? ভারতীয় ক্রিকেটে এত বছর ধরে যা করেছে তা অসাধারণ। সবার কাছে ও যে ভাবে আদর্শ ক্রিকেটার হয়ে উঠেছে, এটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ভারতের অনেক তরুণ ক্রিকেটার রয়েছে যারা ওকে দেখে ক্রিকেট খেলে। নিজেকে দারুণ ভাবে সামলে রেখেছে।”
Proof that @msdhoni is the legend of legends!
— Star Sports (@StarSportsIndia) May 15, 2023
During @ChennaiIPL's lap of honour for their wonderful fans, #SunilGavaskar rushed to Dhoni and a truly #Yellovemoment was created by the two legends!
Tune-in to #IPLOnStar LIVE every day.#BetterTogether pic.twitter.com/hzDDdMkYjG
তার পরেই গাওস্কর বলেন, “ওরা চিপকে প্রদক্ষিণ করবে জেনেই আমি এক জনের থেকে একটা পেন চেয়ে নিয়েছিলাম। সেটা আমার সঙ্গেই ছিল। ধোনিকে সামনে পেতেই সই নিয়ে নিই। সবাই এটা দেখতে পেল বলে ধন্যবাদ।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy