রোহিতের কাছে জয়ের পর অন্য কিছু চাইলেন স্ত্রী রীতিকা। ছবি: টুইটার।
গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের ফল ভাল হয়নি। এ বারের আইপিএলেও প্রথম দু’টি ম্যাচ হেরেছেন রোহিত শর্মারা। তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ের পর কিছুটা স্বস্তি ফিরেছে মুম্বই শিবিরে। স্বস্তি পেয়েছেন মুম্বই অধিনায়কও। মঙ্গলবার খেলার পর ম্যাচের সেরার ট্রফি হাতে মাঠ থেকেই ভিডিয়ো কল করেন ১৪০০ কিলোমিটার দূরে থাকা স্ত্রী রীতিকাকে।
দল জেতার পাশাপাশি রোহিত নিজেও আইপিএলে অনেক দিন পর ভাল রান করেছেন দিল্লির বিরুদ্ধে। ওপেন করতে নেমে খেলেন ৪৫ বলে ৬৫ রানের ইনিংস। সব মিলিয়ে ফুরফুরে তাঁর মেজাজ। খেলার পর স্ত্রীকে ফোন করেন রোহিত। তাঁদের কথা বলার ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে আইপিএলের মুম্বই ফ্র্যাঞ্চাইজ়ি।
রোহিত: এই শেষ হল।
রীতিকা: অভিনন্দন, স্যামি (মেয়ে সামারিয়ার ডাক নাম) ট্রফি দেখলে খুশি হবে।
রোহিত: স্যামি শুধু ট্রফি দেখলে খুশি হবে? আমার ব্যাটিং দেখে খুশি হয়নি! ঠিক আছে ওর জন্য আমি ট্রফি নিয়ে আসব।’
রীতিকা: শুধু হাসি
রোহিত: তোমরা খেলাটা কোথায় দেখলে?
রীতিকা: ঘরে বসেই দেখেছি খেলা। খুব চিৎকার করেছি। ঘরের বাইরে বোধ হয় আওয়াজ গিয়েছে। দারুণ ম্যাচ হল। তোমার কেমন লাগছে?
রোহিত: ভাল লাগছে। শেষে ভিতরে চলে গিয়েছিলাম। শেষ ওভারটা দেখতে চাইনি। আমার নখগুলো সব শেষ হয়ে গিয়েছে। গত ১৫ বছর আইপিএলে এমন অনেক ম্যাচ খেলেছি। অনেক ম্যাচের এমন শেষ দেখেছি। তোমাদের অভাব অনুভব করছি। কাল দেখা হবে।
রীতিকা: আমরাও তোমার অভাব অনুভব করছি। তোমাকে ভালবাসি। তোমার জন্য গর্বিত।
রোহিত: ধন্যবাদ। বাই।
Ro on call with Rits after a nail-biting win in Delhi 🥺💙#OneFamily #DCvMI #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL @ImRo45 pic.twitter.com/qCXaLj8dwT
— Mumbai Indians (@mipaltan) April 12, 2023
পরিবারকে নিয়ে দিল্লি যাননি রোহিত। রীতিকা মেয়েকে নিয়ে ছিলেন মুম্বইয়ে। স্ত্রীর সঙ্গে রোহিতের ভিডিয়ো কলের কথাবার্তা সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। যা জনপ্রিয় হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। মুম্বইয়ের পরের ম্যাচ ঘরের মাঠে। ১৬ এপ্রিলের ম্যাচে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy