আইপিএলের আগে মাত্র দুটো ট্রেনিং সেশন করেছিলেন রবীন্দ্র জাডেজা। নিজেই সে কথা জানালেন।
উমেশ যাদবের মতো তাঁকেও আইপিএলের আগে দু’সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিল ভারতীয় দলের মেডিক্যাল টিম। এই দু’সপ্তাহ তিনি কী ভাবে কাটান, জানতে চাইলে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার বিসিসিআই ওয়েবসাইটকে বলেন, ‘‘প্রথম পাঁচটা দিন তো পুরো বিশ্রামে ছিলাম। তার পর হালকা জিম আর নেট করেছি। তবে পুরো ট্রেনিং সেশন বলতে যা বোঝায়, আইপিএলের আগে তা আমি মাত্র দু’টো করেছি। কারণ, লম্বা টেস্ট মরসুমের পর ফিটনেস নিয়ে খুব বেশি চর্চা করার দরকার ছিল না।’’
আইপিএলে তাঁর প্রথম দুই ম্যাচের কোনওটাতেই ব্যাট করার সুযোগ পাননি জাডেজা। বল হাতে প্রথম ম্যাচে ৪০ রান দিয়ে এক উইকেট ও রবিবার ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। বলছেন, ‘‘টেস্ট সিরিজে যে ছন্দটা পেয়েছি, তা আইপিএলেও বজায় রাখতে চাই আমি। তবে যেহেতু দুটো আলাদা ফর্ম্যাট, তাই আমাকে অন্য ভাবে পরিকল্পনা করতে হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy