১০ দলের আইপিএল না বাদ যাবে পুণে, গুজরাত? দশম আইপিএল-এর মধ্যে এখন এটাই লাখ টাকার প্রশ্ন। ২০১৮ আইপিএল-এর মূল স্রোতে ফিরতে চলেছে নির্বাসিত দুই দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। যে কারণে বাদ চলে যাওয়ার কথা নতুন দুই দল রাইজিং পুণে সুপারজায়ান্ট ও গুজরাত লায়ন্সের। এর মধ্যেই প্রশ্ন উঠছে যদি আট থেকে ১০ দলের হয় আইপিএল তা হলে খেলতে পারবে সব দলই। এই অবস্থায় আইপিএল-এর গভর্নিং কাউন্সিল এখনও কোনও মন্তব্য না করলেও ভাবনা-চিন্তার স্তরে রেখেছে।
আরও খবর: চ্যাম্পিয়ন্স ট্রফি: দলে ফিরলেন মহম্মদ শামি, রোহিত শর্মা
যদিও এই দুই দলের সঙ্গে চুক্তিও দু’বছরেরই ছিল। যদি ১০ দলেরও হয় আইপিএল তা হলেও পুণে ও গুজরাতকে আইপিএল খেলতে হলে নতুন করে বিড করতে হবে। তার পর যদি সুযোগ আসে তবেই খেলতে পারবে তারা। নতুন দল হিসেবেই জায়গা পেতে হবে আআইপিএল-এ। আইপিএল-এ সভার পর এই কথা জানান রাজীব শুক্ল। যেখানে ছিলেন সিওএর সদস্য বিনোদ রাই, বিক্রম লিমায়া ও দিয়ানা এদুলজি। সবাইকেই ভাবাচ্ছে অনেকবেশি খেলা। এমনিতেই আট দলের আইপিএল চলে প্রায় দেড় মাস। ১০ দলের হলে সেটা ৮৪ ম্যাচের হবে। সেটায় সবুজ সঙ্কেত নাও দিতে পারে ব্রডকাস্টাররা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy