Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
IPL 2024

রাহুলকে গোয়েন্‌কার ধমক নিয়ে মুখ খুলল লখনউ, কী বললেন দলের কোচ

ম্যাচের আগের দিন নিয়ম অনুযায়ী সাংবাদিক বৈঠক করতে হয়েছে। লখনউয়ের পক্ষে এসেছিলেন অন্যতম সহকারী কোচ ক্লুজনার। স্বাভাবিক ভাবেই উঠেছে রাহুলকে প্রকাশ্যে গোয়েন্‌কার ধমকের প্রসঙ্গ।

KL Rahul

লোকেশ রাহুল। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ২২:২৪
Share: Save:

লোকেশ রাহুলকে প্রকাশ্যে সঞ্জীব গোয়েন্‌কার ধমকের পর মঙ্গলবার প্রথম আইপিএলের ম্যাচ খেলতে নামবে লখনউ সুপার জায়ান্টস। গত বুধবারের সেই ঘটনা নিয়ে অবশেষে মঙ্গলবার মুখ খুলল আইপিএলের লখনউ ফ্র্যাঞ্চাইজ়ি।

মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ লখনউয়ের। আইপিএলের প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে। দু’দলের ক্ষেত্রেই পরিস্থিতি এক। ম্যাচের আগের দিন নিয়ম অনুযায়ী সাংবাদিক বৈঠক করতে হয়েছে। লখনউয়ের পক্ষে সাংবাদিকদের সামনে এসেছিলেন দলের অন্যতম সহকারী কোচ ল্যান্স ক্লুজনার। স্বাভাবিক ভাবেই উঠেছে রাহুলকে প্রকাশ্যে গোয়েন্‌কার ধমকের প্রসঙ্গ।

বিতর্কিত ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিতে চাননি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার। ক্লুজনার বলেছেন, ‘‘দু’জন ক্রিকেটপ্রেমীর মধ্যে হওয়া উত্তেজিত কথাবার্তার মধ্যে আমি কোনও সমস্যা দেখছি না। আমাদের কাছে ব্যাপারটা চায়ের কাপে ঝড় ওঠার মতো। একদমই বড় ঘটনা নয় আমাদের কাছে।’’

সেই ঘটনার পর গিয়েছিল লখনউয়ের নেতৃত্বে ইস্তফা দিতে পারেন অপমানিত রাহুল। সে বিষয় কোনও মন্তব্য করতে রাজি হননি ক্লুজনার। তিনি জানিয়েছেন, দলের মধ্যে সব কিছু স্বাভাবিক রয়েছে।

আইপিএলে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে দিল্লির সংগ্রহ ১২ পয়েন্ট। তালিকায় ছ’নম্বরে রয়েছে তারা। অন্য দিকে ১২টি ম্যাচ খেলে লখনউয়ের সংগ্রহ ১২ পয়েন্ট। নেট রান রেটের নিরিখে সপ্তম স্থানে রয়েছে গোয়েন্‌কার দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2024 KL Rahul Lucknow Super Giants
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE