Advertisement
০২ ফেব্রুয়ারি ২০২৫
Saif Ali Khan case

পাঁচিল টপকে ভিতরে ঢুকে শরিফুল দেখেন গভীর ঘুমে নিরাপত্তারক্ষীরা! সইফ-কাণ্ডে আর কী জানা গেল?

সইফ-কাণ্ডে রবিবার মুম্বই পুলিশ বাংলাদেশি নাগরিক শরিফুল ইসলামকে আটক করেছে। সইফের বাড়িতে কী ভাবে সে প্রবেশ করেছিল, তা-ও জানা গিয়েছে।

Police sources revealed accused jumped boundary wall to enter Saif Ali Khan’s building while security guards were asleep

(বাঁ দিকে) শরিফুল ইসলাম। সইফ আলি খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৩:১৫
Share: Save:

মঙ্গলবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে তাঁর বান্দ্রার বাড়িতে ফিরেছেন সইফ আলি খান। এ দিকে মুম্বই পুলিশ অভিনেতার উপরে হামলার তদন্তে নেমে একাধিক নতুন তথ্য পেয়েছে। ইতিমধ্যেই সইফ-কাণ্ডে মূল অভিষুক্ত বাংলাদেশি নাগরিক শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। প্রকাশ্যে এসেছে নতুন তথ্য।

এর আগে পুলিশ জানিয়েছিল, জেরায় তারা জানতে পেরেছে নেহাত দারিদ্রের কারণেই সইফের বাড়িতে চুরি করতে ঢুকেছিল শরিফুল। সোমবার তাঁকে নিয়ে সইফের বাড়ি ‘সদগুরু শরণ আবাসন’-এ যায় পুলিশ। ঘটনার পুননির্মাণ করে একাধিক তথ্য জানতে পেরেছে তারা। পাশাপাশি মুম্বই এবং ঠাণে এলাকায় শরিফুল যেখানে যেখানে গিয়েছিল, সেখানকার সিসিটিভি ফুটেজ দেখেও একাধিক তথ্য জানতে পেরেছে।

সইফের মতো এক জন প্রথম সারির অভিনেতার বাড়িতে কী ভাবে প্রবেশ করেন শরিফুল? পুলিশ সূত্রে খবর, প্রথমে অভিষুক্ত পাঁচিল টপকে ভিতরে যান। যাতে কোনও শব্দ না হয়, তাই জুতো খুলে নিজের ব্যাগে রেখে দেন। সেখানে কোনও নজরদারি ক্যামেরাও ছিল না। বাড়ির মূল প্রবেশদ্বারে নিরাপত্তাকর্মীরা থাকেন। ঘটনার দিন, অর্থাৎ ১৬ জানুয়ারি ছিলেন তিন জন। কিন্তু শরিফুল দেখেন, তাঁরা গভীর ঘুমে। ফলে সহজেই সিঁড়ি দিয়ে উপরে উঠে যান তিনি। সম্ভাব্য বিপদ এড়াতে নিজের ফোনটিকেও বন্ধ করে দেন শরিফুল। সিঁড়িতেও কোনও সিসি ক্যামেরা ছিল না বলে জানিয়েছে পুলিশের সূত্র।

এই মুহূর্তে শরিফুল পুলিশ হেফাজতে রয়েছে। তদন্তকারী আধিকারিক ছাড়া তার সঙ্গে অন্য কারও দেখা করার অনুমতি নেই। পুলিশ আধিকারিক অজয় লিঙ্গনুড়করের ঘটনার তদন্ত নেতৃত্ব দিচ্ছেন। আগামী দিনে, শরিফুলকে জেরা করে আরও তথ্য পাওয়ার আশায় রয়েছে পুলিশ।

অন্য বিষয়গুলি:

Saif Ali Khan Bollywood Actor Mumbai police arrested statement
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy