কামিন্স-ঝড়ে জিতল কেকেআর। ছবি আইপিএল
পুনেতে সে ভাবে শিশিরের প্রভাব নেই। তবু টসে জিতে শ্রেয়স আয়ারের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। এক সময় মনে হচ্ছিল, শ্রেয়সের সিদ্ধান্ত ব্যুমেরাং হতে চলেছে। কিন্তু একজনের জন্যেই তা হল না। তিনি প্যাট কামিন্স।
সম্প্রতি অস্ট্রেলিয়াকে পাকিস্তানে টেস্ট সিরিজ জিতিয়ে এনেছেন। কলকাতার হয়ে প্রথম ম্যাচে নেমেই নায়ক হয়ে গেলেন। বোলার কামিন্স ব্যাট হাতে আইপিএলের ইতিহাসে যুগ্ম ভাবে দ্রুততম অর্ধশতরানের মালিক হয়ে গেলেন। ১৪ বলে অর্ধশতরান রয়েছে কেএল রাহুলেরও।
ম্যাচের পর কামিন্সের প্রশংসায় মাতলেন শ্রেয়স আয়ার। বললেন, “অসাধারণ! বিশ্বাসই হচ্ছিল না এত জোরে জোরে ও বলগুলো মারছে। গতকালই অনুশীলনে দেখছিলাম ও বার বার বোল্ড হয়ে যাচ্ছিল। আমি তখন নেটে ওর পাশেই ব্যাটিং করছিলাম। আজ দেখুন, ও ব্যাট হাতেই নায়ক হয়ে গেল।”
Pat Cummins finishes things off in style!
— IndianPremierLeague (@IPL) April 6, 2022
Also brings up the joint fastest half-century in #TATAIPL off 14 deliveries.#KKR win by 5 wickets with 24 balls to spare.
Scorecard - https://t.co/22oFJJzGVN #KKRvMI #TATAIPL pic.twitter.com/r5ahBcIWgR
কামিন্সকে নামানোর সময় কী পরিকল্পনা ছিল? শ্রেয়স বললেন, “টাইমআউটের সময়, আমি বেঙ্কটেশকে মুখ্য ভূমিকা নিতে বলেছিলাম। প্যাটকে বলেছিলাম, সামনে যা আসবে উড়িয়ে দিতে। ও সেটাই করেছে। আমি ব্যাট করতে যাওয়ার সময় বেঙ্কটেশকে বলেছিলাম সঠিক সময়ে বল মারতে। ও মাঝে সাঝে ভুল টাইমিং করছিল। সেটা ম্যাচের শেষের দিকে অনেকটাই শুধরে নেয়।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy