বুমরা ও নীতীশ ঠিক কী নিয়ম ভেঙেছেন তা আইপিএলের তরফে জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, মাঠের মধ্যে বা ডাগ আউটে থাকাকালীন কোনও বিতর্কে জড়ান তাঁরা। সেই ঘটনা চোখ এড়ায়নি কর্মকর্তাদের। তার ফলেই শাস্তি পেতে হয় দুই ক্রিকেটারকে।
নীতীশ রানা (বাঁ দিকে) ও যশপ্রীত বুমরা ফাইল চিত্র
এ যেন গোদের উপর বিষফোঁড়া। কলকাতার কাছে হারের পরে এ বার শাস্তি পেলেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলার যশপ্রীত বুমরা। অবশ্য শাস্তি দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার নীতীশ রানাকেও। দুই ক্রিকেটার আইপিএলের নিয়ম ভেঙেছেন। তাই তাঁদের আর্থিক জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।
আইপিএলের তরফে জানানো হয়েছে, কলকাতা-মুম্বই ম্যাচ চলাকালীন প্রতিযোগিতার নিয়ম ভেঙেছেন বুমরা। তিনি আইপিএল কোড অব কন্ডাক্টের লেবেল ১ ধারার অপরাধ করেছেন। সেই কথা স্বীকার করে নিয়েছেন বুমরা। তার পরেই তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। মৌখিক ভাবে সতর্কও করা হয়েছে বুমরাকে।
ঠিক একই ভাবে কেকেআর-এর ব্যাটার রানাও আইপিএল কোড অব কন্ডাক্টের লেবেল ১ ধারার অপরাধ করেছেন। তাই ম্যাচের পরে তাঁকেও সতর্ক করেছেন আধিকারিকরা। রানারও ম্যাচ ফি-র ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। নিজের দোষ স্বীকার করেছেন এই বাঁ হাতি ব্যাটার।
বুমরা ও নীতীশ ঠিক কী নিয়ম ভেঙেছেন তা আইপিএলের তরফে জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, মাঠের মধ্যে বা ডাগ আউটে থাকাকালীন কোনও বিতর্কে জড়ান তাঁরা। সেই ঘটনা চোখ এড়ায়নি কর্মকর্তাদের। তার ফলেই শাস্তি পেতে হয় দুই ক্রিকেটারকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy