ডোয়েন ব্র্যাভোর চোটটাই তার জন্য দরজা খুলে দিল দশম আইপিএলের। নিলামে কোনও দলে জায়গা পাননি। তবে চোট পাওয়া ব্র্যাভোর পরিবর্তে তিনি সই করেছেন গুজরাত লায়ন্সে। তিনি— ইরফান পাঠান। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে যাঁদের লড়াই। এ ভাবে টুর্নামেন্টের মাঝপথে মাঠে নামার সুযোগ পেলেও মানিয়ে নিতে পারবেন তো? আত্মবিশ্বাসী ইরফান বলছেন, ‘‘টুর্নামেন্টের মাঝে দলে এলেও একটা ভাল লাগা কাজ করে। আশা করছি এই সুযোগটা কাজে লাগাতে পারব।’’
টেস্ট কেরিয়ারে তাঁর হ্যাটট্রিক রয়েছে। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে। তাও এখন জাতীয় দলের বাইরে তিনি। যাঁকে এক সময় ভারতীয় ক্রিকেটের উদীয়মান নক্ষত্র বলা হতো, তাঁর কেরিয়ারে এই আকস্মিক পতনের জন্য অনেকে দায়ী করেন গ্রেগ চ্যাপেলকে। তবে ইরফান বলছেন, ‘‘কেউ কারও কেরিয়ার নষ্ট করতে পারে না। গ্রেগ নয় আমার কেরিয়ারে ক্ষতি করেছে চোট-আঘাত। যখন জাতীয় দলের বাইরে ছিটকে গেলাম তখনও চোটের সমস্যা ছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন ছিল।’’
আরও পড়ুন: অভিশাপ যেন তাড়া করছে কোহালিদের
আজ আইপিএলের ম্যাচ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত লায়ন্স
(রাত আটটা, সোনি সিক্স, সোনি সিক্স এইচডি চ্যানেলে)।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy