উইলিয়ামসনের অভিনন্দন ভুবিকে। ছবি আইপিএল
মঙ্গলবার মুম্বইয়ের বিরুদ্ধে প্রায় একার হাতেই ম্যাচ জিতিয়েছেন তিনি। জিততে ১৩ বলে ১৯ রান দরকার ছিল মুম্বইয়ের। ১৯তম ওভারে বল করতে এসে তিনি একটাও রান দেননি। উল্টে তুলে নিয়েছেন একটি উইকেট। ভুবনেশ্বর কুমারের অবিশ্বাস্য ওভারের জেরেই ম্যাচটি জেতে হায়দরাবাদ।
ম্যাচের পর ভুবনেশ্বর জানালেন, চাপের মুখেও ঝুঁকি নিয়ে বোলিং করেছেন তিনি। সাফল্য আসায় খুশি। বলেছেন, “আমি শুধু ইয়র্কার দেওয়ার চেষ্টা করছিলাম। জানতাম যে ভুল হলে বল বাউন্ডারিতে যেতে সময় নেবে না এবং আমরা চাপে পড়ে যাব। তা সত্ত্বেও ঝুঁকি নিতে পিছপা হইনি।”
That's that from Match 65#MumbaiIndians fought hard, but fell short in the end as @SunRisers win by 3 runs.
— IndianPremierLeague (@IPL) May 17, 2022
Scorecard - https://t.co/U2W5UAx6di #MIvSRH #TATAIPL pic.twitter.com/43SRO9X85o
গত বারের আইপিএলে ভাল খেলতে পারেননি ভুবনেশ্বর। এ বার যেন নিজের সেরাটা দিতে মরিয়া হয়ে রয়েছেন। ১৩টি ম্যাচে ১২টি উইকেট নিয়েছেন তিনি। ইকনমি রেট মাত্র ৭.১৯, যা একজন জোরে বোলারের নিরিখে নজরকাড়া। এ বারের আইপিএল কেমন উপভোগ করছেন, সে প্রসঙ্গে তাঁর জবাব, “যে ভাবে বল করেছি, তাতে খুবই খুশি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy