মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: আইপিএল
আনন্দবাজার অনলাইনের বিচারে চেন্নাই সুপার কিংস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের সেরা হলেন মহেন্দ্র সিংহ ধোনি। অধিনায়ক না হয়েও তাঁর অভিজ্ঞ ক্রিকেট মস্তিষ্কই এ বারের আইপিএলে চেন্নাইকে প্রথম জয়ের স্বাদ দিল।
ছোট বাউন্ডারি। অন্য দিনের তুলনায় শিশির অনেক কম। অন্য ম্যাচের মতো আগে বল করার সুবিধা বিশেষ পাওয়া যাবে না বুঝেছিলেন ধোনি। তাঁর পরামর্শ মতোই অধিনায়ক রবীন্দ্র জাডেজা বোলিং আক্রমণ শুরু করলেন স্পিনারদের দিয়ে। শুরুতে প্রায় প্রতি ওভারেই নতুন বোলারকে আক্রমণে নিয়ে এলেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে নাগাড়ে পরামর্শ দিয়ে গেলেন ধোনি।
দ্বিতীয় ওভারে মুকেশ চৌধরী ১০ রান দিতেই ছুটে এলেন ধোনি। জাডেজাকে পরামর্শ দিলেন। বাধ্য ছেলের মতো শুনলেন জাডেজা। বোলারদের প্রান্ত বদলে দিলেন। তাতেই তৃতীয় থেকে সপ্তম ওভারের মধ্যে পর পর চার উইকেট হারাল বেঙ্গালুরু। তখনই চেন্নাইয়ের জয় একরকম নিশ্চিত হয়ে যায়। এর আগে ব্যাট করার সময়ও শতরানের মুখে থাকা শিবম দুবেকে শান্ত থাকার পরামর্শ দিলেন।
বেঙ্গালুরুর ইনিংসে বার বার পরামর্শ বা নির্দেশ দিতে দেখা গেল ধোনিকে। কখন অধিনায়ক জাডেজাকে, কখনও বোলারদের আবার কখনও কোনও ফিল্ডারকে। অধিনায়ক জাডেজা হলেও নেতৃত্বের রাশ থাকল ধোনির হাতেই। তাঁর ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কেই প্রতিযোগিতার প্রথম জয়ের মুখ দেখল চেন্নাই। তাই আনন্দবাজার অনলাইনের বিচারে চেন্নাই-ব্যাঙ্গালোর ম্যাচের সেরা ধোনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy