Advertisement
০৫ নভেম্বর ২০২৪
MS Dhoni

Shivam Dube: ৯৪ রানে ব্যাট করা দুবেকে শেষ বলের আগে কী পরামর্শ দিলেন ধোনি

জাডেজা আউট হতে নামলেন ধোনি। দুবে তখন ৮৮ রানে অপরাজিত। মাঠে নেমেই ধোনি এগিয়ে গেলেন দুবের কাছে। ইনিংসের শেষ বলের আগেও দিলেন প্রয়োজনীয় পরামর্শ।

শতরান পেলেন না শিবম দুবে।

শতরান পেলেন না শিবম দুবে। ছবি: আইপিএল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২২ ২৩:০৭
Share: Save:

আইপিএলে চেনা মেজাজে ফিরল চেন্নাই সুপার কিংস। অভিজ্ঞ রবীন উথাপ্পাকে যোগ্য সঙ্গত করলেন তরুণ শিবম দুবে। তিনিই ছিলেন বেশি আক্রমণাত্মক। শেষ পর্ষন্ত ৪৬ বলে ৯৫ রানে অপরাজিত থাকলেন শেষ পর্যন্ত। মারলেন ৮টি ছয়, ৫টি চার।

ইনিংসের শেষ ওভারে অধিনায়ক রবীন্দ্র জাডেজা আউট হতে নামলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। দুবে তখন ৮৮ রানে অপরাজিত। আইপিএল জীবনে সর্বোচ্চ রানের ইনিংস ততক্ষণে খেলে ফেলেছেন ২৮ বছরের ব্যাটার। প্রথম শতরানের অপেক্ষায় তিনি। গোটা গ্যালারিও।

মাঠে নেমেই ধোনি এগিয়ে গেলেন দুবের কাছে। কিছু পরামর্শ দিলেন তরুণ ব্যাটারকে। দেখিয়ে দিলেন মাঠের কোথায় কোথায় ফিল্ডার নেই। এক বল বাকি থাকার সময় দুবে অপরাজিত ৯৪ রানে। শেষ বলে ছয় মারলেই শতরান। সে সময় ফের তাঁর কাছে এগিয়ে যান ধোনি। তখন দুবে কী বললেন তাঁকে? চেন্নাইয়ের ইনিংস শেষ হওয়ার পর দুবেই জানালেন সে সময় তাঁকে কী পরামর্শ দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দুবে বললেন, ‘‘মাহি ভাই আমাকে শুধু বলে চোখ রেখে আর ঠান্ডা মাথায় খেলতে বলে।’’

নিজের এ দিনের ইনিংসে খুশি দুবে। বললেন, ‘‘উথাপ্পা আর আমি ঠিক করে নিয়েছিলাম মেরে খেলব। বাউন্ডারি ছোট। বড় রান উঠবেই। যার যে বোলারকে মারতে সুবিধা হবে, সে তাকেই মারব।’’ চেনা মাঠ হওয়ায় কোন দিকের বাউন্ডারি কত দূরত্বে তা জানা দুবের। তাতে সুবিধা হয়েছে মেনে নিলেন।

অন্য বিষয়গুলি:

MS Dhoni CSK IPL 2022 Shivam Dube
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE