Advertisement
০৫ নভেম্বর ২০২৪
IPL 2022

IPL 2022: হারের হ্যাটট্রিকের পরে জয়ে ফিরেও কী নিয়ে দুশ্চিন্তায় কোহলীদের অধিনায়ক!

চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট করে ২০ ওভারে ১৭৩ রান করে বেঙ্গালুরু। পরে ব্যাট করতে নেমে ১৬০ রানে শেষ হয় ধোনিদের ইনিংস। ১৩ রানে ম্যাচ জেতে বেঙ্গালুরু। এই জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় প্রথম চারে ঢুকে পড়েছেন কোহলীরা। 

কী নিয়ে চিন্তা করছেন ডুপ্লেসি

কী নিয়ে চিন্তা করছেন ডুপ্লেসি ছবি: আইপিএল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১১:৪০
Share: Save:

পর পর তিন ম্যাচে হারের পরে জয়ে ফিরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়েছেন বিরাট কোহলীরা। কিন্তু তার পরেও দুশ্চিন্তা যাচ্ছে না বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসির। দলের ব্যাটিং চিন্তায় রাখছে তাঁকে।
সিএসকেকে হারিয়ে ডুপ্লেসি বলেন, ‘‘বোলাররা ভাল বল করেছে। বেশ কয়েকটি ভাল ক্যাচ ধরেছি আমরা। দলে কয়েক জন অভিজ্ঞ ক্রিকেটার থাকায় সুবিধা হচ্ছে। আমার উপর চাপ কমছে। কিন্তু ব্যাটিংয়ে এখনও অনেক উন্নতি করতে হবে। এ ভাবে পর পর উইকেট হারালে চলবে না। এক জনকে অন্তত শেষ পর্যন্ত খেলতে হবে।’’

তবে লাগাতার হারের পরে এই জয় খুব দরকার ছিল বলে জানিয়েছেন ডুপ্লেসি। তিনি বলেন, ‘‘আমাদের এই জয় দরকার ছিল। কিন্তু ব্যাট হাতে খুব বেশি রান আমরা করতে পারিনি। আরও বেশি রান করতে হত। তবে জিতেছি সেটা ভাল ইঙ্গিত। আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে।’’

চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট করে ২০ ওভারে ১৭৩ রান করে বেঙ্গালুরু। পরে ব্যাট করতে নেমে ১৬০ রানে শেষ হয় ধোনিদের ইনিংস। ১৩ রানে ম্যাচ জেতে বেঙ্গালুরু। এই জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় প্রথম চারে ঢুকে পড়েছেন কোহলীরা।

অন্য বিষয়গুলি:

IPL 2022 Faf Du Plessis RCB Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE