চেন্নাইয়ের লজ্জার নজির ছবি আইপিএল
২০২০-র পর আবার আইপিএলে লজ্জার মুখোমুখি চেন্নাই সুপার কিংস। সে বার তারা প্রথম চারে শেষ করতে পারেনি। এ বারও পারল না। উল্টে এমন এক নজির তৈরি করল যা আগে কোনও দিন হয়নি। রবিবার গুজরাতের কাছে হেরে এই নজির তৈরি করেছে চেন্নাই।
এই প্রথম বার আইপিএলে ৯টি ম্যাচে হারল তারা। এর আগে কোনও দিন চেন্নাই এক মরসুমে এত ম্যাচে হারেনি। এ বারের আইপিএলে তারা দু’বার করে হেরেছে পঞ্জাব ও গুজরাতের কাছে এবং এক বার করে হেরেছে কলকাতা, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং মুম্বইয়ের কাছে।
আইপিএলে এক মরসুমে সবচেয়ে বেশি হারের নজির রয়েছে ডেকান চার্জার্সের। তারা ২০০৮-এ ১২টি ম্যাচে হেরেছিল। এর পর ২০১২-এ ১১টি ম্যাচে হারে। ২০১৫-য় পঞ্জাবও ১১টি ম্যাচে হেরেছিল। এক মরসুমে ১০টি হারের নজির রয়েছে পঞ্জাব (২ বার), হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং কলকাতার।
গুজরাতের কাছে হারের পরে ধোনি স্বীকার করে নেন, শুরুতে ব্যাট করার সিদ্ধান্তটা ঠিক ছিল না। বলেন, “এই উইকেটে প্রথম দিকে জোরে বোলারদের মারা কঠিন। স্পিনারদের ক্ষেত্রেও একই কথা বলব। মারা কঠিন ছিল।” পিচ বুঝতে সাধারণত ভুল হয় না ধোনির। এ ব্যাপারে ধোনি এতটাই পারদর্শী যে, যখন তিনি অবসর নেন, তখন বিরাট কোহলী বলেছিলেন, “বড় ক্ষতি হয়ে গেল। কারণ, ধোনি দলে থাকায় আমরা বুঝে যেতাম উইকেট কী রকম। ও বলে দিত, এই উইকেটে ১৫০ রান ভাল, না ১৭০ রান ভাল। আমরা সেই মতো ব্যাট করতাম। এটা একটা দলের কাছে বিরাট সুবিধে।” সেই ধোনির উইকেট বুঝতে ভুল হওয়া অবশ্যই তাৎপর্যের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy