Advertisement
২২ নভেম্বর ২০২৪
Virat Kohli

পঞ্জাবকে হারিয়ে টানা চার জয়, এখনও প্লে-অফে উঠতে পারে বেঙ্গালুরু, কোন অঙ্কে?

আইপিএলের শেষ পর্বে হঠাৎই পর পর চারটি ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। তাদের আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখনও খাতায়-কলমে তারা বেঁচে আছে। কী ভাবে উঠতে পারে প্লে-অফে?

cricket

পঞ্জাব ম্যাচে কোহলিদের উচ্ছ্বাস। ছবি: আইপিএল

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২৪ ১৯:০০
Share: Save:

আইপিএলের শেষ পর্বে হঠাৎই ছন্দে ফিরেছে বেঙ্গালুরু। পর পর চারটি ম্যাচ জিতেছে তারা। মুম্বই এবং পঞ্জাব প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলেও বেঙ্গালুরুর আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখনও খাতায়-কলমে তারা বেঁচে আছে।

এই মুহূর্তে আরসিবি-র ১২ ম্যাচে ১০ পয়েন্ট রয়েছে। রান রেট .২১৭। ঘরের মাঠেই তারা বাকি দু’টি ম্যাচ খেলবে। সেই দু’টি ম্যাচেই তাদের জিততে হবে। তবেই বাকি অঙ্ক কাজে আসবে। সে ক্ষেত্রে আরসিবি-র পয়েন্ট হবে ১৪।

দেখা যাক প্রতি ম্যাচে কী ফল হলে বেঙ্গালুরুর পক্ষে প্লে-অফে ওঠা সম্ভব:

গুজরাত বনাম চেন্নাই ম্যাচে গুজরাতকে জিততে হবে, যাতে চেন্নাই ১২ পয়েন্টে আটকে থাকে।

কলকাতা-মুম্বই ম্যাচের উপর তাকিয়ে আরসিবি-র লাভ নেই। কেকেআর প্রায় প্লে-অফে চলে গিয়েছে এবং মুম্বই ছিটকে গিয়েছে।

চেন্নাই-রাজস্থান ম্যাচে রাজস্থানকে জিততে হবে, যাতে চেন্নাই ১২ পয়েন্টে আটকে থাকে। বেঙ্গালুরু-দিল্লি ম্যাচে বেঙ্গালুরুকে জিততে হবে। তখন তাদের পয়েন্ট হবে ১২।

গুজরাত-কলকাতা ম্যাচের উপরও বেঙ্গালুরুর ভাগ্য নির্ভর করছে না। তবে দিল্লি-লখনউ ম্যাচে যে জিতবে ১৪ পয়েন্টে পৌঁছে যাবে। এই ম্যাচের দিকে বেঙ্গালুরুর নজর থাকবে। তাদের প্রার্থনা থাকবে, এই ম্যাচে যে-ই জিতুক তারা যেন শেষ ম্যাচে হারে।

রাজস্থান-পঞ্জাব ম্যাচ নিয়ে বেঙ্গালুরুর উৎসাহ থাকার কারণ নেই। হায়দরাবাদ-গুজরাত ম্যাচে যদি গুজরাত জেতে, তা হলে হায়দরাবাদ ১৪ পয়েন্টেই আটকে থাকবে। মুম্বই-লখনউ ম্যাচে আরসিবি-র আশা থাকবে যাতে মুম্বই বড় ব্যবধানে লখনউকে হারায়। নিজেদের শেষ ম্যাচে আরসিবি-কে বড় ব্যবধানে জিততে হবে চেন্নাইয়ের বিরুদ্ধে। তা হলে পয়েন্ট এবং নেট রান রেটের বিচারে পরের পর্বে যেতে পারবে তারা।

অন্য বিষয়গুলি:

Virat Kohli IPL 2024 RCB
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy