Advertisement
০৫ নভেম্বর ২০২৪

প্লে-অফ অঙ্ক: নাইট রাস্তায় এখনও কাঁটা

১৪ পয়েন্ট নিয়েও প্লে-অফ খেলার ক্ষীণ আশা থাকতে পারে নাইটদের। তবে সেক্ষেত্রে নেট রানরেট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নিতে পারে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মে ২০১৮ ০৪:১৩
Share: Save:

চেন্নাই সুপার কিংস

৮ ম্যাচ, ৬ জয়, ১২ পয়েন্ট

বিশ্লেষণ: দু’বছর নির্বাসিত থাকার পরে ফিরে এসে মহেন্দ্র সিংহ ধোনির দল যে এতটা কর্তৃত্ব দেখাবে, কেউ আশা করেনি। পুরনো তারকাদেরই ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল সিএসকে। সেই ধোনি, সেই সুরেশ রায়না, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাডেজা। অনেকে ভ্রু কুঁচকেছিলেন। কিন্তু চেন্নাইয়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার রণনীতি সফল।

ভবিষ্যৎ: আট ম্যাচে ছয়টি জয় নিয়ে প্লে-অফের রাস্তায় অনেকটাই এগিয়ে গিয়েছেন ধোনিরা। সানরাইজার্সের মতোই বলতে হয়, নাটকীয় ভাবে তাঁদের ছন্দপতন না ঘটলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার আতঙ্ক কার্যত নেই। ১৬ পয়েন্টের লক্ষ্যে পৌঁছতে বাকি ছয় ম্যাচের দু’টিতে জিতলেই হবে।

সানরাইজার্স হায়দরাবাদ

৮ ম্যাচ, ৬ জয়, ১২ পয়েন্ট

বিশ্লেষণ: কেন উইলিয়ামসনের দলের বোলিং এ বারের প্রতিযোগিতায় সেরা। ভুবনেশ্বর কুমার খেলতে পারছেন না চোটের জন্য। তাতেও রশিদ খানরা মুম্বই ইন্ডিয়ান্সকে শেষ করে দেন ৮৭ রানে।

ভবিষ্যৎ: আইপিএলে প্লে-অফে যাওয়ার জন্য ১৬ পয়েন্ট পেতে হবে বলে ধরে নেওয়া হয়। সানরাইজার্সের সংগ্রহে ইতিমধ্যেই ১২ পয়েন্ট। বাকি ছয় ম্যাচের দু’টি জিতলেই হবে। বিরাট কোনও অঘটন না ঘটলে তারা যাচ্ছেই প্লে-অফে। প্রথম দুই দলের মধ্যে থেকে গ্রুপ পর্ব শেষ করার সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে ফাইনালে যাওয়ার লড়াইয়ে দু’টি সুযোগ পাবে তারা। প্লে-অফে প্রথম ম্যাচ জিতলে সরাসরি ফাইনালে। হারলে দ্বিতীয় ‘এলিমিনেটর’ জিতেও ফাইনাল খেলার সুযোগ থাকবে।

কিংস ইলেভেন পঞ্জাব

৭ ম্যাচ, ৫ জয়, ১০ পয়েন্ট

বিশ্লেষণ: ক্রিস গেলকে শেষ মুহূর্তে তুলে প্রীতি জিন্টাকে দারুণ উপহার দিয়েছেন বীরেন্দ্র সহবাগ। নিলামে উপেক্ষিত থাকার অপমান বোলারদের পিটিয়ে ফিরিয়ে দিচ্ছেন গেল। দুরন্ত ফর্মে আছেন কে এল রাহুল। তবে কিংস ইলেভেনের চিন্তার কারণ, তাদের ব্যাটিং খুব বেশি গেল এবং রাহুল-নির্ভর।

ভবিষ্যৎ: ১৬ পয়েন্টের ফর্মুলা মানলে বাকি সাত ম্যাচের তিনটিতে জিতলেই অশ্বিনদের প্লে-অফ খেলা নিশ্চিত। চোট পাওয়া ক্রিস গেল সেরে উঠছেন এবং পরের ম্যাচ থেকেই ফিরবেন বলে খবর। তাই প্রীতি জিন্টার আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ থাকছে।

কলকাতা নাইট রাইডার্স

৮ ম্যাচ, ৪ জয়, ৮ পয়েন্ট

বিশ্লেষণ: রবিবার রাতেই কোহালির আরসিবি-কে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে পেরেছে কেকেআর। তবে শাহরুখ খানের দলের সব চেয়ে বড় দুশ্চিন্তা ধারাবাহিকতার অভাব। খুব বেশি সুনীল নারাইন এবং ক্রিস লিন-নির্ভর তারা। মাঝের দিকে অধিনায়ক দীনেশ কার্তিক এবং আন্দ্রে রাসেল টানছেন।

ভবিষ্যৎ: বেঙ্গালুরুতে রবিবার দারুণ জিতলেও নাইটদের রাস্তা এখনও পরিষ্কার নয়। প্রথম তিন দল প্লে-অফের দৌড়ে এগিয়ে আছে ধরে নিলে মাত্র একটি জায়গার জন্যই লড়তে হচ্ছে বাকি পাঁচটি দলকে। বাকি ছয় ম্যাচের চারটিতে জেতাও সহজ নয় কারণ নাইটদের বাকি সব ম্যাচই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে এক বার খেলতে হবে, মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দু’বার, কিংস ইলেভেনের সঙ্গে এক বার, সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে এক বার, রাজস্থান রয়্যালসের সঙ্গে এক বার। ১৪ পয়েন্ট নিয়েও প্লে-অফ খেলার ক্ষীণ আশা থাকতে পারে। তবে সেক্ষেত্রে নেট রানরেট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নিতে পারে।

রাজস্থান রয়্যালস

৭ ম্যাচ, ৩ জয়, ৬ পয়েন্ট

বিশ্লেষণ: একেবারেই জমাট বাধেনি অজিঙ্ক রাহানের দল। অধিনায়ক নিজেও ধারাবাহিকতার অভাবে ভুগছেন। রাজস্থানের ব্যাটিং খুব বেশি করে সঞ্জু স্যামসন-নির্ভর। সব চেয়ে ক্ষতি হচ্ছে বেন স্টোকস নিষ্প্রভ থাকায়। আইপিএলে রেকর্ড অর্থে তাঁকে কিনেছে রাজস্থান রয়্যালস। কিন্তু পুরোপুরি ব্যর্থ ইংল্যান্ডের তারকা। জস বাটলার ও অন্য বিদেশি তারকারাও ব্যর্থ। শেষ কয়েকটি ম্যাচে একমাত্র নজর কেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জোফ্রা আর্চার।

ভবিষ্যৎ: অঙ্কের বিচারে এখনও দৌড় থেকে ছিটকে যাননি রাহানেরা। কিন্তু বাকি সাত ম্যাচের পাঁচটিতে জেতার কঠিন পরীক্ষা থাকছে তাঁদের সামনে। দলটাকে দেখে মনে হচ্ছে না, এমন চমকপ্রদ ভাবে ফিরে আসা তাদের পক্ষে সম্ভব বলে।

মুম্বই ইন্ডিয়ান্স

৭ ম্যাচ, ২ জয়, ৪ পয়েন্ট

বিশ্লেষণ: গত বারের চ্যাম্পিয়নদের শুরুটা মোটেও ভাল হয়নি। তবে শেষ ম্যাচে চেন্নাইকে হারিয়ে জয়ের রাস্তায় ফিরেছেন রোহিত শর্মারা। অতীতে দেরিতে ছন্দে ফিরে খেতাব জিতেছে মুম্বই। এ বারেও সে রকম কিছু ঘটে কি না, দেখার। তবে কায়রন পোলার্ডের ব্যর্থতা এবং দুর্বল বোলিং ভোগাচ্ছে।

ভবিষ্যৎ: প্লে-অফে যেতে গেলে রোহিতদের একটা সোনার দৌড় দরকার। বাকি সাত ম্যাচের ছ’টি জেতার লক্ষ্য নিতে হবে। এর মধ্যে দু’টি ম্যাচ নাইট রাইডার্সের সঙ্গে। দুই দলের ভাগ্য ঠিক করে দিতে পারে এই দু’টি ম্যাচ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

৭ ম্যাচ, ২ জয়, ৪ পয়েন্ট

বিশ্লেষণ: দুর্বল বোলিং এবং ততোধিক খারাপ ফিল্ডিং ফের বেঙ্গালুরুর ক্রিকেট ভক্তদের স্বপ্নভঙ্গ করার পথে। বিরাট কোহালির মতো তারকা সত্ত্বেও লিগ টেবলের তলানিতে পড়ে আছে তারা। ব্যাটিংয়ে কোহালি, এ বি ডিভিলিয়ার্স ছাড়া কেউ ধারাবাহিক নন। বোলিংয়ে উমেশ যাদব ছাড়া কেউ সফল নন। যুজবেন্দ্র চহালও স্পিনের ভেল্কি দেখাতে পারছেন না।

ভবিষ্যৎ: কোহালি বা ডিভিলিয়ার্স অবিশ্বাস্য কিছু ঘটিয়ে দিলে আলাদা কথা। না হলে প্লে-অফের দৌড় থেকে প্রায় হারিয়ে যাওয়ার আতঙ্কে আরসিবি। আশা ফেরানোর জন্য বাকি সাত ম্যাচের ছ’টিতে জিততে হবে। আজ, মঙ্গলবার বেঙ্গালুরুতে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে জিততে না পারলে কার্যত অভিযানই শেষ বিরাটদের।

দিল্লি ডেয়ারডেভিলস

৮ ম্যাচ, ২ জয়, ৪ পয়েন্ট

বিশ্লেষণ: কোচ পাল্টেছে, অধিনায়ক পাল্টেছে। কোনও পরিবর্তন নেই দিল্লির ভাগ্যে। টেবলের নীচেই পড়ে থাকছে তারা। গৌতম গম্ভীরকে সরিয়ে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করে আগের ম্যাচে নাইটদের বিরুদ্ধে দারুণ জিতেছে তারা। কিন্তু এটা শুধুই ঝলক কি না, অপেক্ষা করে দেখতে হবে। বিদেশিদের ব্যর্থতা চিন্তার কারণ।

ভবিষ্যৎ: দিল্লিকে যদি প্লে-অফের রাস্তায় ফিরতে হয়, সব ম্যাচে জেতার লক্ষ্য নিয়ে নামতে হবে। বাকি ছ’ ম্যাচের মধ্যে ছ’টিতে জিততে হবে শ্রেয়সদের। কাজ প্রায় অসম্ভব। কারণ তাদের খেলতে হবে গ্রুপ শীর্ষে থাকা সানরাইজার্সের সঙ্গে দু’বার। সোমবার রাতে পুণের সাক্ষাতের পরেও ম্যাচ বাকি ধোনির চেন্নাই ও কোহালির বেঙ্গালুরুর বিরুদ্ধেও।

অন্য বিষয়গুলি:

KKR IPL11 IPL2018 Cricket Play off Figure
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE