.
আর মাত্র কয়েক ঘণ্টা। এর পরই শুরু হয়ে যাবে আইপিএল নিলাম। ১১তম আইপিএল নিলামের আসর বসতে চলেছে বেঙ্গালুরুতে। মোট ৫৮০ জন ক্রিকেটার উঠবেন নিলামে। তার মধ্যে ৩৬১ জন ভারতীয়।
ফ্র্যা়ঞ্চাইজিগুলো সব থেকে কম ১৮ জনের জন্য বিড করতে পারবে। সব থেকে বেশি ২৫ জন। কম করে ৬০ কোটি ব্যয় করতে হবে। দলে সব থেকে বেশি ৮ জন বিদেশি রাখা যাবে।
ইতিমধ্যেই সব দল তাঁদের ধরে রাখা প্লেয়ারের তালিকা দিয়ে দিয়েছে। যে কারণে কো ফ্র্যা়ঞ্চাইজির ঘরে কত টাকা রয়েছে খরচ করার মতো তাও ঠিক হয়ে গিয়েছে। ২৭ ও ২৮ জানুয়ারি , দু’দিন ধরে চলবে নিলাম। ১৬ জন মার্কি প্লেয়ার রয়েছে নিলামের তালিকায়। সেই তালিকায় রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, যুবরাজ সিংহ থেকে, গৌতম গম্ভীর, সাকিব আল হাসান, জো রুটরা।
আরও পড়ুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত
এ বার দেখে নেওয়া যাক কোন দলের কী অবস্থা।
গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy