গত মরসুমের খারাপ ফলের হতাশা কাটিয়ে নিভৃতবাসে থাকার পর নতুন করে অনুশীলন শুরু করে দিল চেন্নাই সুপার কিংস। বৃহস্পতিবার নেটমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করে চেন্নাই সুপার কিংস। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও সুরেশ রায়নাকে দেখা যায় নেটে ব্যাট করতে।
তবে শুধু এই দুই ব্যাটসম্যান নন, স্যাম কারেনকেও দেখা যায় বড় শট খেলতে। অধিনায়কের সঙ্গে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের বিভিন্ন কৌশল আয়ত্ত করতে দেখা যায় রায়নাকে।
মুম্বইয়ে অনুশীলন করছে সিএসকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রথম ম্যাচ খেলার পর আরও পাঁচটি ম্যাচ এই শহরেই খেলবে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
07:03 Anbu Moments! #Yellove #WhistlePodu 💛🦁 @msdhoni @ImRaina pic.twitter.com/eJ1pdDuLMt
— Chennai Super Kings (@ChennaiIPL) April 1, 2021
গত মরসুমে ব্যাক্তিগত সমস্যার কারণে আইপিএলে অংশ নেননি রায়না। দলও প্রথমবারের জন্য প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। তবে এবার শক্তিশালী দল নিয়ে ভারতের মাটিতে নিজেদের চেনা ছন্দে ফিরতে চায় সিএসকে।