আইপিএল শুরু হতে বাকি ১১ দিন। তার আগে বড় ধাক্কা খেল সঞ্জীব গোয়েন্কার লখনউ সুপার জায়ান্টস। অর্ধেক আইপিএলে খেলতে পারবেন না মায়াঙ্ক যাদব। তাঁর চোট এখনও সারেনি। মায়াঙ্কের পেশিতে চোট রয়েছে।
কিছু দিন আগে জানা গিয়েছিল যে, আইপিএলে প্রথম দু’সপ্তাহ খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। এ বার চোটের কারণে আইপিএল খেলা পিছিয়ে গেল মায়াঙ্কেরও। ঠিক কোন সময়ে তিনি আইপিএল খেলতে পারবেন, তা এখনও জানা যায়নি। প্রথম ছ’সাতটি ম্যাচ লখনউয়ের পেসার খেলতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।
শেষ এক বছরে বার বার চোট পেয়েছেন মায়াঙ্ক। গত মরসুমে ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করে নজর কেড়েছিলেন তিনি। যে কারণে, লখনউ মায়াঙ্ককে নিলামে তোলেনি। ধরে রেখেছিল তাঁকে। ২০২৩ সালের আইপিএলেও চোটের কারণে একটি ম্যাচও খেলা হয়নি মায়াঙ্কের। তাঁর অভিষেক হয়েছিল গত বছর। প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিন উইকেট নিয়েছিলেন। পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও নিয়েছিলেন তিন উইকেট। পর পর দু’ম্যাচে সেরা হয়েছিলেন তিনি। কিন্তু চোটের কারণে পুরো মরসুম খেলতে পারেননি। তবুও ১১ কোটি টাকা দিয়ে মায়াঙ্ককে রেখে দেয় লখনউ।
আরও পড়ুন:
মায়াঙ্ককে পুরোপুরি সুস্থ করার চেষ্টা করছে লখনউ। সেই দলের ডিরেক্টর অফ ক্রিকেট জাহির খান বলেন, “আমরা চাই মায়াঙ্ক ১৫০ শতাংশ ফিট হয়ে খেলতে নামুক। শুধু ১০০ শতাংশ ফিট হলেই খেলিয়ে দিতে নই।” এ বারের আইপিএলে লখনউয়ের প্রথম ম্যাচ ২৪ মার্চ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে তারা।