সানরাইজার্সের হারের পরে এই ছবি দেখা যায়নি। মুডি ভেঙে পড়েন কান্নায়। ছবি: পিটিআই।
প্লে অফে হেরে আইপিএল থেকে ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পরে কান্নায় ভেঙে পড়লেন সানরাইজার্সের কোচ টম মুডি।
মুম্বইয়ের ঘরের মাঠে রোহিত শর্মাদের কাছে কেকেআর হেরে যাওয়ায় প্লে অফ যাওয়ার দরজা খুলে যায় সানরাইজার্সের সামনে। ১৪টি ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে হায়দরাবাদ চলে যায় প্লে অফে। আইপিএলের ইতিহাসে তারাই প্রথম দল, যারা ১২ পয়েন্ট পেয়ে প্লে অফে পৌঁছয়।
বুধবার বাসিল থাম্পি যখন ঋষভ পন্থের কাছে প্রবল মার খাচ্ছেন, তখনই মুডিকে ভেঙে পড়তে দেখা যায়। পন্থ অবশ্য তাঁর কাজটা শেষ করে ফিরতে পারেননি। শেষ ওভারে ম্যাচ জেতে দিল্লি ক্যাপিটলাস। এ বারের মতো টুর্নামেন্ট শেষ হয়ে যায় সানরাইজার্সের। ম্যাচ হেরে মুডি কাঁদতে শুরু করেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পন্থের মারমুখী ব্যাটিংয়ের সময়ে সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসনকেও হতাশ দেখায়।
আরও খবর: বহিরাগত বলে অ্যাকাডেমি থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছিল তরুণ ঋষভকে
আরও খবর: এর পরেও বিশ্বকাপের দলে কী ভাবে নেই পন্থ? প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়
কিউয়ি তারকা অবশ্য ম্যাচের শেষে কাঁদেননি। সানরাইজার্স অধিনায়ক জানান, তাঁরা লড়াইয়ের মতোই রান তুলেছিলেন। খলিল আহমেদ ও রশিদ খান ম্যাচে ফিরিয়েছিলেন হায়দরাবাদকে। কিন্তু, পন্থ জ্বলে ওঠায় জয়ের গন্ধ পেতে শুরু করে দিল্লি। শেষ ওভারে রক্তের গতি বাড়িয়ে ম্যাচ জেতে সৌরভ-পন্টিংয়ের দল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy