প্লে-অফের আশা জিইয়ে রাখতে আজ কেমন দল নামাতে পারে রাজস্থান রয়্যালস
চেন্নাই এবং দিল্লি ইতিমধ্যেই চলে গিয়েছে প্লে-অফে। লড়াইটা মূলত তিন এবং চার নম্বর দলের মধ্যে। আজ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বড় ব্যাবধানে জিতলে রাজস্থানের প্লে-অফে যাওয়ার আশা কিছুটা বজায় থাকবে। দেখে নেওয়ার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কেমন দল নামাতে পারে রাজস্থান।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১৪:৪৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
চেন্নাই এবং দিল্লি ইতিমধ্যেই চলে গিয়েছে প্লে-অফে। লড়াইটা মূলত তিন এবং চার নম্বর দলের মধ্যে। আজ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বড় ব্যাবধানে জিতলে রাজস্থানের প্লে-অফে যাওয়ার আশা কিছুটা বজায় থাকবে। দেখে নেওয়ার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কেমন দল নামাতে পারে রাজস্থান।
০২১২
অজিঙ্ক রাহানে: ফর্মে রয়েছেন। রানও পাচ্ছেন। আজ শুরুটা ভাল করার পাশাপাশি দলকেও জেতাতে হবে ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ককে।
০৩১২
সঞ্জু স্যামসন: বুঝিয়ে দিয়েছেন নিজের দিনে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন। সঞ্জুর ব্যাটের দিকে বিশেষ নজর থাকছে। আজ তিনি ইনিংস শুরু করতে পারেন।
০৪১২
অ্যাশটন টার্নার: খুব ভরসা করে রাজস্থান দলে নিয়েছিল। কিন্তু, তেমন ভাবে ঝড় তুলতে পারেনি। আজ সম্ভবত তিনি দলে থাকছেন।
০৫১২
জস বাটলার: আজ রান করার ক্ষেত্রে বাটলারের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে দল। দ্রুত রান তোলার ক্ষেত্রে বাটলার বড় ভরসা দলের।
০৬১২
স্টিভ স্মিথ: অজি ক্রিকেটারটি যে কোনও ধরনের ক্রিকেটেই ভয়ঙ্কর। যদিও সুনাম অনুযায়ী এখনও তেমন ফর্মে পাওয়া যায়নি। আজকের অস্তিত্ব রক্ষার ম্যাচে স্মিথের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
০৭১২
রিয়ান পরাগ: কেকেআরের বিরুদ্ধে পরাগের অসাধারণ ইনিংস অনেক হিসেব-নিকেশ পাল্টে দিয়েছে। এই তরুণ আজ কেমন চমক দেখান, সেটাই দেখার।
০৮১২
রাহুল ত্রিপাঠী: বেশ কিছু ম্যাচে ভাল শুরু করলেও শেষ পর্যন্ত বড় রান করতে পারেননি। জাতীয় দলে সুযোগ পাওয়া বা আজ দলকে মজবুত ভিতের উপর দাঁড় করানোর সুযোগ পেলে কাজে লাগাতে হবে রাহুলকে।
০৯১২
স্টুয়ার্ট বিনি: অলরাউন্ডার বিনির বলের পাশাপাশি ব্যাটিংয়ের হাতটাও বেশ মজবুত। যদিও তেমন ভাবে নজর কাড়তে পারেননি। এখন দেখার আজ সুযোগ পেলে কী করতে পারেন।
১০১২
কৃষ্ণাপ্পা গৌতম: অলরাউন্ডার হিসেবে দলে থাকলেও বল-ব্যাট কোনও কিছুতেই তেমন নজর কাড়তে পারেননি। আজও সম্ভবত প্রথম একাদশে থাকবেন। দেখার তিনি কতটা সফল হন।
১১১২
জয়দেব উনাদকট: এই মুহূর্তে দলের অন্যতম ভরসার বোলার। বরুণের সঙ্গে জয়দেবের জুটি বিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারে।
১২১২
বরুণ অ্যারন: আজ সুযোগ পেতে পারেন বরুণ। জয়দেব উনাদকটকে সঙ্গে নিয়ে বোলিং আক্রমণ অনেকটাই শক্তিশালী হতে পারে।