Advertisement
০৮ নভেম্বর ২০২৪
IPL 2025 Retention

বেঙ্গালুরুর না রাখার কারণ জানেন ম্যাক্সওয়েল, আইপিএল নিলামের আগে মুখ খুললেন অসি অলরাউন্ডার

বেঙ্গালুরু কর্তৃপক্ষের সঙ্গে কোনও বিরোধ নেই ম্যাক্সওয়েলের। বরং কর্তৃপক্ষের ব্যবহারে তিনি সন্তুষ্ট। আবার কোহলিদের সঙ্গে আইপিএল খেলার সুযোগ পেলে খুশি হবেন অসি অলরাউন্ডার।

picture of Glenn Maxwell

গ্লেন ম্যাক্সওয়েল। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৯:২৩
Share: Save:

গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অস্ট্রেলীয় অলরাউন্ডারকে আবার আইপিএলের নিলামে উঠতে হবে। যে দল তাঁকে কিনবে, সেই দলের হয়ে খেলতে হবে আগামী তিন বছর। আইপিএল নিলামের ১৬ দিন আগে পুরনো দল না রাখা নিয়ে মুখ খুললেন ম্যাক্সওয়েল।

২০২১ সালে আরসিবিতে যোগ দিয়েছিলেন ম্যাক্সওয়েল। বেঙ্গালুরুর হয়ে ৫২টি ম্যাচ খেলে তিনি করেছেন ১২৬৬ রান। নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট অস্ট্রেলীয় অলরাউন্ডার। তবু আরসিবি তাঁকে না রাখা নিয়ে ম্যাক্সওয়েল বলেছেন, ‘‘আমাকে মো বোবাট এবং অ্যান্ডি ফ্লাওয়ার ফোন করেছিলেন। তাঁদের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছিল। তাঁরা জানিয়েছিলেন, আমাকে রাখা হচ্ছে না। প্রায় দেড় ঘণ্টা আলোচনা হয়েছিল। নিজেদের পরিকল্পনার কথা বলেছিলেন আমাকে। কী ভাবে নতুন দল তৈরি করতে চাইছেন, তাও ব্যাখ্যা করেছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে কথা বলে খুশি হয়েছিলাম।’’

আরসিবি কর্তৃপক্ষের পেশাদারিত্ব এবং স্বচ্ছচার প্রশংসা করেছেন ম্যাক্সওয়েল। তিনি বলেছেন, ‘‘এমন সব দল করলে, সম্পর্কগুলো অনেক মসৃণ হত। তবে কারা কী ভাবে বিষয়গুলো সামলায়, তা নিয়ে বেশি কিছু বলতে চাই না।’’ তা হলে কি আর আরসিবির জার্সি আপনাকে দেখা যাবে না? ম্যাক্সওয়েল বলেছেন, ‘‘এমন কিছু বলা কঠিন। আরসিবির হয়ে আর খেলব না, এখনই এটা বলা সম্ভব নয়। বেঙ্গালুরুতে ফিরতে পারলে ভালই লাগবে। দারুণ একটা দল। খুব ভাল আবহ। বেঙ্গালুরুতে থাকা সময়টা উপভোগ করেছি।’’

আরসিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই ম্যাক্সওয়েলের। তাঁর আশা, আবার বিরাট কোহলিদের সঙ্গে খেলার সুযোগ পাবেন। রিটেনশন কৌশল নিয়ে তাঁর সঙ্গে কর্তৃপক্ষ যে ভাবে আলোচনা করেছে, তাতেও খুশি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার।

অন্য বিষয়গুলি:

IPL 2025 Retention RCB Glenn Maxwell
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE