IPL 2019: Probable eleven of Royal Challengers Bangalore dgtl
rcb
অস্তিত্ব রক্ষার লড়াই, জিততে মরিয়া বিরাটের দলে কারা থাকছেন আজ?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মঙ্গলবার জয়পুরের সওয়াই মান সিংহ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালসের। ভারত অধিনায়কের দলের আজ অস্তিত্ব রক্ষার লড়াই।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ১১:৪৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মঙ্গলবার জয়পুরের সওয়াই মান সিংহ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালসের। ভারত অধিনায়কের দলের আজ অস্তিত্ব রক্ষার লড়াই। আইপিএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি তারা। আইপিএলের তারকাখচিত দলে কারা থাকবেন আজ?
০২১২
মার্কাস স্টোইনিস সংযুক্ত আরব আমিরশাহি থেকে আরসিবি শিবিরে যোগ দিচ্ছেন। এই অস্ট্রেলীয় তারকা আজ ওপেন করতে পারেন।
০৩১২
স্টোইনিসের সঙ্গে ওপেন করার কথা পার্থিব পটেলের। উইকেটকিপার ব্যাটসম্যান দলকে ভরসা জোগাবেন বলেই মনে করা হচ্ছে।
০৪১২
দলের অধিনায়ক বিরাট কোহালি তিন নম্বরে নামতে পারেন।গত ম্যাচে দল ব্যর্থ হলেও তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।
০৫১২
চারে নামার কথা এ বি ডেভিলিয়ার্সের। তাঁর ঝোড়ো ইনিংস কাঁপুনি ধরাতে পারে বিপক্ষের বোলারদের। আগ্রাসী ক্রিকেট দিয়েই রাজস্থান বধের কথা ভাবছে আরসিবি।
০৬১২
পাঁচ নম্বরে নামার কথা শিবম দুবের। রঞ্জি ট্রফিতে দারুণ পারফরম্যান্স করে নজর কেড়েছেন। আজ মিডল অর্ডারে দেখা যেতে পারে শিবমকে। ফলে দলের ভারসাম্য বাড়বে সন্দেহ নেই।
০৭১২
কলিন ডিগ্রান্ডহোম নামার কথা ছয় নম্বরে। অলরাউন্ডার গ্র্যান্ডহোমকে মাঠে নামালে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগেরও শক্তি বাড়বে। এই ম্যাচে অস্তিত্ব টিকিয়ে রাখতে অলরাউন্ডার খেলাতেই হবে কোহালিদের।
০৮১২
প্রয়াস রায় বর্মন দলে থাকতে পারেন এ দিন। তিনি নামতে পারেন সাত নম্বরে। মাত্র ১৬ বছর ১৫৭ দিনে খেলতে নেমে আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়ে আরসিবি-র এই লেগ স্পিনার।
০৯১২
নাথান কুল্টার-নাইলের নামার কথা আট নম্বরে। দলের পেস ভরসা তিনি।
১০১২
নয় নম্বরে নামতে পারেন উমেশ যাদব। সামনেই বিশ্বকাপ, তাই জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য উমেশকে আইপিএলে সফল হতেই হবে। আর আজ অস্তিত্ব রক্ষার লড়াই।
১১১২
দশে নামার কথা মহম্মদ সিরাজের। গত ম্যাচে ভালই খেলেছেন তিনি। সিরাজের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান যুবরাজ।
১২১২
১১ নম্বরে নামার কথা যুজবেন্দ্র চহালের। তিনি হাতে বল নিলেই ভেল্কি। গত ম্যাচে দল হারলেও তাঁর পারফরম্যান্স ছিল দুর্দান্ত।