Advertisement
০৬ নভেম্বর ২০২৪

মাহির বিদ্যুৎ-স্টাম্পিংয়ের রহস্য টেনিস বল

জ্বর এবং পিঠের চোটে আইপিএলে কয়েকটা ম্যাচে নামতে পারেননি। গত ম্যাচেও তিনি ছিলেন না চোটের কারণে।

অভিনন্দন: চেন্নাইয়ে ম্যাচের পরে ধোনির সঙ্গে সৌরভ। পিটিআই

অভিনন্দন: চেন্নাইয়ে ম্যাচের পরে ধোনির সঙ্গে সৌরভ। পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ মে ২০১৯ ০২:১১
Share: Save:

জ্বর এবং পিঠের চোটে আইপিএলে কয়েকটা ম্যাচে নামতে পারেননি। গত ম্যাচেও তিনি ছিলেন না চোটের কারণে। মুম্বই ইন্ডিয়ান্স যে সুযোগে চেন্নাইকে ঘরের মাঠে ৪৬ রানে হারিয়ে দিয়েছিল। কিন্তু বুধবার তিনি মাঠে ফিরতেই ফের জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস। ব্যাট হাতে ২২ বলে অপরাজিত ৪৪ রান করে দলের জয়ে বড় ভূমিকা নিলেন তিনি। যার মধ্যে ট্রেন্ট বোল্টের বলে ২০ নম্বর ওভারের শেষ দু’বলে তিনি পরপর দুটি ছক্কা হাঁকান। তিনি— মহেন্দ্র সিংহ ধোনি।

তবে ব্যাটিংয়ের পাশাপাশি হইচই উঠল তাঁর স্টাম্পিং নিয়েও। ক্রিজ থেকে ব্যাটসম্যান পা তুললেই সেকেন্ডের ভগ্নাংশে তাঁকে স্টাম্প করে দিচ্ছেন চেন্নাই সুপার কিংস উইকেটকিপার। বুধবারও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুটি স্টাম্পিং করে সিএসকে-র জয়ের পিছনে অন্যতম ভূমিকা নেন ধোনি। সিএসকের প্রথমে ব্যাট করতে নেমে ১৭৯-৪ তুলেছিল। জবাবে ৯৯ রানে অলআউট হয়ে যায় দিল্লি। ফলে ৮০ রানে দিল্লিকে হারিয়ে ফের পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এল চেন্নাই। রবিবার কিংস ইলেভেন পঞ্জাবকে হারাতে পারলে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে থেকেই প্লে অফে যাওয়া নিশ্চিত সিএসকের।

চেন্নাইয়ের এই জয়ের পাশাপাশি ধোনির ফর্মে থাকা দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং ক্রিস মরিসকে দুরন্ত স্টাম্পিং নিয়েও চর্চা তুঙ্গে। যে প্রসঙ্গে সিএসকে অধিনায়ক বলছেন, ‘‘টেনিস বল ক্রিকেট থেকেই এই দ্রুত স্টাম্পিং করার ব্যাপারটা আরও ভাল করে রপ্ত করতে পেরেছি। তবে এ ব্যাপারে দক্ষ হতে গেলে প্রাথমিক বিষয়গুলো ঠিক রাখতে হবে। দ্রুত স্টাম্পিং করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি মনে করি, প্রাথমিক বিষয়গুলো ঠিক রাখা সবচেয়ে জরুরি।’’ পাশাপাশি তাঁর ব্যাটিং নিয়ে ধোনি বলেন, বিপক্ষের বোলিং বোঝার জন্য ক্রিজে যথেষ্ট সময় কাটিয়েছিলেন তিনি। ‘‘বলটা দেখ তার পরে মারো। উইকেটে সময় কাটালে, বোলারদের বৈচিত্র বোঝা যায় এবং ২০ নম্বর ওভারে যে কোনও বলে চালানোর জন্য তৈরি হয়ে যাওয়া যায়,’’ বলেন ধোনি। তিনি আরও যোগ করেছেন, ‘‘ক্রিজে নতুন আসা ব্যাটসম্যানের চেয়ে ১০-১৫টা বল খেলা কারও পক্ষে কাজটা সহজ।’’

টস হারলেও পরিস্থিতি তাদের অনুকূলে গিয়েছে বলেও মনে করেন সিএসকে অধিনায়ক। ‘‘আমরা জানতাম খুব বেশি শিশির থাকবে না। আমরা দেখেছি, যদি মাঠে শিশির না থাকে, স্পিনাররা সাহায্য পায়। কিন্তু শুরু দিকে ভাজ্জু পা (হরভজন সিংহ) সাহায্য পাচ্ছিল না। যখন বিপক্ষ উইকেট হারাতে শুরু করল, তখন বলও ঘুরছিল। ক্রিকেট এ রকমই,’’ বলেন ধোনি।

এই ম্যাচে তিন উইকেট নেওয়া সিএসকের বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা বলেন, ‘‘এই উইকেটে বল খুব ঘুরছিল। সে কারণে নিজের বোলিং খুব উপভোগ করেছি। আমি শুধু ঠিক জায়গায় বলটা রেখে গিয়েছি। বাকি কাজটা পিচই করে দিয়েছে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE