Advertisement
০৮ নভেম্বর ২০২৪

‘নো বল’ নিয়ে নিয়ম বদলের দাবি উঠে গেল

বৃহস্পতিবার ম্যাচ শেষ হতেই ক্ষোভে ফেটে পড়েন বিরাট কোহালি। আরসিবি অধিনায়ক বলে দেন, ‘‘আমরা ক্লাব স্তরের ক্রিকেট খেলছি না। এটা আইপিএল। শেষ বলটা নো বল ছিল, অথচ আম্পায়ার তা দেখলেনই না! এর চেয়ে হাস্যকর ঘটনা কিছু হতে পারে না।’’

 ক্ষুব্ধ: আম্পায়ারিংয়ের মান নিয়ে বিরক্ত বিরাট। ফাইল চিত্র

ক্ষুব্ধ: আম্পায়ারিংয়ের মান নিয়ে বিরক্ত বিরাট। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০৪:১৫
Share: Save:

বৃহস্পতিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের রুদ্ধশ্বাস ম্যাচকে ছাপিয়েও সামনে চলে এসেছে ‘নো বল’ বিতর্ক। এবং সেই বিতর্ককে কেন্দ্র করে টুইটারে তোপ দেগেছেন প্রাক্তন ক্রিকেটারেরা।

বৃহস্পতিবার ম্যাচ শেষ হতেই ক্ষোভে ফেটে পড়েন বিরাট কোহালি। আরসিবি অধিনায়ক বলে দেন, ‘‘আমরা ক্লাব স্তরের ক্রিকেট খেলছি না। এটা আইপিএল। শেষ বলটা নো বল ছিল, অথচ আম্পায়ার তা দেখলেনই না! এর চেয়ে হাস্যকর ঘটনা কিছু হতে পারে না।’’ তিনি আরও বলেন, ‘‘আম্পায়ারদের চোখ খোলা রাখা প্রয়োজন। মালিঙ্গার পা উইকেটের এক ইঞ্চি বাইরে চলে গিয়েছিল। আম্পায়ারদের অনেক বেশি সতর্ক এবং খেলার প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন।’’

আর আরসিবি অধিনায়কের সেই বিস্ফোরক মন্তব্যের সূত্র ধরেই ‘নো বল’ ডাকার নিয়ম বদলের দাবিও জোরাল হয়ে উঠল। সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটেও প্রাক্তন ক্রিকেটারেরা রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন বৃহস্পতিবারের ঘটনা নিয়ে। প্রাক্তন ইংল্যান্ড তারকা কেভিন পিটারসেনের টুইট, ‘‘প্রযুক্তিসর্বস্ব যে পৃথিবীতে আমরা বাস করি, সেখানে এমন একটা নো বল কোনও ভাবেই হতে পারে না।’’ টুইট করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিও। যিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন আইপিএলে। টুইটারে ডুপ্লেসি লিখেছেন, ‘‘ক্রিকেটে আরও বেশি মাত্রায় প্রযুক্তি ব্যবহার করা দরকার। সমস্ত ধরনের ফর্ম্যাটের ক্রিকেটেই অধিকাংশ সময়ে সামনের পা বাইরে বেরিয়ে যাওয়ার ফলে নো বল হয়ে থাকে। এবং সেই বলে কোনও ব্যাটসম্যান আউট হলে তবেই তা খতিয়ে দেখা হয়। কিন্তু তৃতীয় আম্পায়ার যদি এয়ারফোনে মাঠের আম্পায়ারকে বিষয়টা জানিয়ে দেন, তা হলেই কিন্তু বিতর্কের নিষ্পত্তি হতে পারে।’’ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের টুইট, ‘‘গতকাল উচ্চ স্তরের একটা ক্রিকেট উপভোগ করলাম। যুবি, হার্দিক, চহাল, বিরাট, এ বি-রা খেলাটাকে অন্য একটা উচ্চতায় নিয়ে গিয়েছিল। সমস্ত উত্তেজনা শেষ হয়ে গেল একটা নো বলে। এটা ক্ষমার অযোগ্য।’’ প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোন্স আবার মজা করে বলেছেন, ‘‘এ বার তা হলে মাঠে আরও একজন আম্পায়ারকে রাখতে হবে, যিনি নো বল ডাকবেন।’’

বৃহস্পতিবার ম্যাচ জিতলেও মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মাও খুশি হতে পারেননি ‘নো বল’ কেলেঙ্কারিতে। তিনিও সাংবাদিক সম্মেলনে এসে বলে যান, ‘‘আমরা তো মাঠ ছেড়ে বেরনোর পরে ঘটনাটা জানতে পেরেছিলাম। এই ধরনের ব্যাপারগুলো ক্রিকেটের পক্ষে স্বাস্থ্যকর নয়।’’ আম্পায়ারিং নিয়ে রুষ্ট রোহিত এও জানান, যশপ্রীত বুমরার একটি পরিচ্ছন্ন ডেলিভারিকে ওয়াইড ডাকেন আম্পায়ার। তিনি বলেন, ‘‘আম্পায়ারদের এই বিষয় সম্পর্কে অনেক বেশি সতর্ক থাকতে হবে।’’

কিন্তু এত কিছুর পরেও দুই বিতর্কিত আম্পায়ার সুন্দরম রবি এবং সি নন্দনের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আম্পায়ারিং সাব কমিটির জনৈক আধিকারিক বলেছেন, ‘‘পরিবর্ত হিসেবে যাঁদের আনা হবে, তাঁদের মান আরও খারাপ। ফলে ওঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE