IPL 2019: Ball by ball report of Andre Russell innings against RCB dgtl
Sports news
১৩ বলে ৪৮ নয়, কার্যত ৯ বলে ৪৭ করেছেন রাসেল!
কেমন ছিল রাসেলের সেই দানবীয় ইনিংস? দেখে নেওয়া যাক কেমন ছিল সেই ১৩টি বলের ইনিংস।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৯ ০৯:৩৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
তিনি ক্রিজে থাকলে কোনও টার্গেটই নিরাপদ নয়। তিনি থাকলে শেষ ওভারে ৩৭ রানও তুলে ফেলা অসম্ভব নয়। তিনি, আন্দ্রে ডোয়েন রাসেল ফর্মে থাকলে কী করতে পারেন, দেখল কোহালির বেঙ্গালুরু। ১৩ বলে ৪৮ অপরাজিত নাইটদের তৃতীয় জয়ই শুধু এনে দল না, টানা পাঁচ ম্যাচ জয়হীন রাখল কোহালিদের। কেমন ছিল রাসেলের সেই দানবীয় ইনিংস? দেখে নেওয়া যাক কেমন ছিল সেই ১৩টি বলের ইনিংস।
০২১৫
১৫.৪ ওভারে চহালের বলে যখন রানা আউট হলেন, তখন নাইটদের দরকার ২৬ বলে ৬৭। ১৬ তম ওভারে রাসেলকে বল করতে এলেন নিতিন সাইনি। প্রথম বল ওয়াইড। পরের বল অর্থাৎ নিজের ইনিংসের প্রথম বলে কোনও রান পেলেন না রাসেল। অফস্টাম্পের বাইরের বল মারতে গিয়ে ফসকালেন।
০৩১৫
১৬.৩। সাইনির শর্ট বল কভারে ঠেলে ১ রান নিলেন রাসেল।
০৪১৫
১৭.১। মহম্মদ সিরাজের একটি ফুল ডেলিভারি। মারতে গিয়ে ফসকালের রাসেল। রান হল না। রাসেলের রান তখন ৩ বলে ১।
০৫১৫
১৭.২। সিরাজের অফস্টাম্পের বাইরের বল ফের মারতে গিয়ে ফসকালেন জামাইকান তারকা। রাসেলের রান ৪ বলে ১।
০৬১৫
১৭.৩। সিরাজের ওয়াইড বল ব্যাটে লাগাতে পারলেন না রাসেল। সিরাজের পরবর্তী বলটি নো হওয়ায় ফ্রি হিটে ৬ মারলেন তিনি। কিন্তু রাসেলের খাতায় কোনও রান হল না। রাসেলের রান হল ৪ বলে ১।
০৭১৫
১৭.৩। সিরাজের ওভার বাতিল হওয়ায় বল করতে এলেন স্টোইনিস। অজি তারকার স্লোয়ার বলে লং অনের উপর দিয়ে বিশাল ছক্কা হাকালেন রাসেল। শুরু হল দানবেন হুঙ্কার।
০৮১৫
১৭.৪। স্টোইনিসের পরবর্তী লেনথ্ বল। লং অফের উপর দিয়ে ঠাঁই পেল স্ট্যান্ডে। ফের ৬।
১৮.৬। ফের লেনথ্ বল। এবার বোলারের মাথার উপর দিয়ে সোজা ছক্কা। বেঙ্গালুরুর সঙ্গে নাইটদের তখন স্কোরস লেভেল।
১৫১৫
০, ১, ০, ০, ৬, ৬, ৬, ১, ৬ ,৬, ৬, ৪, ৬। স্ট্রাইক রেট ৩৬৯.২৩! অর্থাত্ প্রথম চার বল খেলে মাত্র ১ রানে অপরাজিত থাকা রাসেল পরবর্তী ৯ বলে ৫০০-এর উপর স্ট্রাইক রেটে করেছেন ৪৭ রান! কী বলা যায়? অবিশ্বাস্য? না, রাসেলের কথায়, “আমি যত ক্ষণ ক্রিজে আছি, সব সম্ভব।”