সফল: সিরিজে টানা রান পেলেন জেমাইমা। ফাইল চিত্র
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দারুণ ভাবেই শেষ করল ভারতের মহিলা ক্রিকেট দল। কাটুনায়েকেতে শেষ টি-টোয়েন্টি ম্যাচে মেয়েরা জিতলেন ৫৫ রানে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে না গেলে ভারত হয়তো ৪-০ নয়, ৫-০ ফলেই সিরিজ জিতত।
এ দিন প্রথমে ব্যাট করে ১৮.৩ ওভারে ভারত তোলে ১৫৬ রান। ঝোড়ো ব্যাটিং করে ৩৮ বলে ৬৩ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর ইংনিসে তিনটি বাউন্ডারি ছাড়াও ছিল পাঁচটি বিশাল ছক্কা। এ দিনও রান পেলেন জেমাইমা রদ্রিগেস। তিনি করলেন ৩১ বলে ৪৬। মারলেন ছ’টি চার ও একটি ছক্কা। ওয়ান ডে সিরিজে দারুণ কিছু করতে না পারলেও টি-টোয়েন্টিতে কিন্তু সেরা আঠেরো বছরের জেমাইমাই। যিনি এমনিতে খেলেন মুম্বইয়ের হয়ে।
ভারতের ১৫৬ রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে শ্রীলঙ্কার ইনিংস এ দিন শেষ হয়ে যায় ১০৫ রানে। বোলারদের মধ্যে সব চেয়ে বেশি, তিন উইকেট নিলেন লেগস্পিনার পুনম যাদব। ১৮ রান দিয়ে ৪ ওভার বল করে। দু’টি করে উইকেট নেন অফস্পিনার দীপ্তি শর্মা ও বাঁ হাতি স্পিনার রাধা যাদব।
এমনিতে সিরিজের আবিষ্কার নিঃসন্দেহে জেমাইমা। সিরিজে চার ইনিংসে তাঁর রান যথাক্রমে ৩৬, ৫৭, ৫২ নটআউট ও ৪৬। মঙ্গলবার যেমন অধিনায়কের সঙ্গে জুটিতে অসাধারণ খেললেন। ৭.১ ওভারেই তাঁরা তুলে ফেলেছিলেন ৭১ রান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy