কাইরো বিশ্বকাপে গ্রুপ পর্বে মোট ৫৮৪ পয়েন্ট অর্জন করে তৃতীয় হিসেবে ফাইনালে ওঠেন ১৯ বছর বয়সি সৌরভ। ফাইনালের প্রথম রিলেতে ৩৮ পয়েন্ট অর্জন করেন তিনি। তার পরেই পদক অর্জনের রাউন্ড অর্থাৎ শেষ চারে পৌঁছন ভারতীয় শ্যুটার।
সোনা জিতলেন সৌরভ ছবি: টুইটার
শ্যুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতীয় শ্যুটার সৌরভ চৌধরী। মিশরের কাইরোতে বিশ্বকাপের ফাইনালে তিনি হারান জার্মানির মাইকেল শওয়াল্ডকে।
এর আগে যুব অলিম্পিক্সে সোনা জিতেছেন সৌরভ। কাইরো বিশ্বকাপে গ্রুপ পর্বে মোট ৫৮৪ পয়েন্ট অর্জন করে তৃতীয় হিসেবে ফাইনালে ওঠেন ১৯ বছর বয়সি সৌরভ। ফাইনালের প্রথম রিলেতে ৩৮ পয়েন্ট অর্জন করেন তিনি। তার পরেই পদক অর্জনের রাউন্ড অর্থাৎ শেষ চারে পৌঁছন ভারতীয় শ্যুটার। ফাইনাল রাউন্ডে ৪২.৫ পয়েন্ট নিয়ে সোনা জেতেন সৌরভ।
শ্যুটিং বিশ্বকাপে মোট ২০টি পদকের জন্য ৫০০ জন প্রতিযোগী লড়াই করছেন। ভারতের হয়ে সৌরভ ছাড়াও সেখানে রয়েছেন এশা সিংহ, শ্রী নিবেদিতা ও রুচিতা বীনেরকর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy