রিও অলিম্পিক্সে শুরু থেকেই কড়া লড়াইয়ের মুখে পড়তে হবে ভারতীয় হকি দলকে। সর্দার সিংহদের সঙ্গে একই গ্রুপে রয়েছে গত বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন জার্মানি, ইউরোপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস ও প্যান-আমেরিকান গেমস চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। বুধবার প্রকাশিত ড্র অনুযায়ী ছ’দলের গ্রুপে সর্দার সিংহরা আছেন গ্রুপ ‘বি’তে। অলিম্পিক্সে সর্দার সিংহদের প্রথম লড়াই আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ৬ অগস্ট। তার দু’দিন পরেই জার্মান চ্যালেঞ্জ সামলাতে হবে ভারতকে। এর পর আর্জেন্তিনা, নেদারল্যান্ডস ও কানাডার সঙ্গে ভারতের ম্যাচ যথাক্রমে ৯, ১১ ও ১২ অগস্ট। নক আউটে যেতে হলে সর্দারদের গ্রুপে প্রথম চার দলের মধ্যে থাকতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy