দু'ধাপ পেছল ভারত ফাইল চিত্র
ফিফা ক্রমতালিকায় দু’ধাপ পিছিয়ে গেল সুনীল ছেত্রীর ভারত। শীর্ষ স্থানেই থাকল বেলজিয়াম। দ্বিতীয় স্থানে ব্রাজিল। ইউরো কাপে ফাইনালে ওঠায় তিন নম্বরে উঠে এল ইংল্যান্ড। ২০১২ সালের পর তিন নম্বর স্থানে উঠে এল হ্যারি কেনের দল। ইউরো চ্যাম্পিয়ন হলেও ইটালি রয়েছে পঞ্চম স্থানে।
১০৫ থেকে ১০৭ নম্বরে নেমে গেল ভারত। সাফ কাপের আগে নেপালের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। একটি ম্যাচ জিতলেও অপর ম্যাচ ড্র করেই মাঠ ছাড়েন সুনীল-মনবীররা। এই কারণেই ক্রম তালিকায় পিছিয়ে গেল ভারত।
কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়া লিয়োনেল মেসির আর্জেন্টিনা রয়েছে ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।
সাফ কাপে ৪ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবেন সুনীলরা। এরপর শ্রীলঙ্কা, নেপাল ও মলদ্বীপের বিরুদ্ধে খেলবে ভারত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy