লাল-হলুদ জনতার মন জয় করেছিলেন চিমা। এবার এলেন নতুন চিমা এসসি ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলে সই করলেন নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা। আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে চতুর্থ বিদেশিকে সই করাল এসসি ইস্টবেঙ্গল। এর আগে নরওয়ের ক্লাব মোল্ড এফকে-র হয়ে তিন বার সে দেশের লিগ জিতেছেন এই স্ট্রাইকার।
শতবর্ষের ইস্টবেঙ্গলে সই করতে পেরে খুশি চিমা। তিনি বলেন, ‘‘ঐতিহাসিক এই ক্লাবে সই করতে পেরে ভাল লাগছে। আমি দলকে যত বেশি সম্ভব ম্যাচ জেতানোর চেষ্টা করব।’’
মোল্ডের হয়ে খেলার সময় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ ওলে গুন্নার সোলজার একটা সময় কোচিং করিয়েছেন মোল্ড এফকে-কে। চিমা তাঁর অধীনে খেলেছেন। এসসি ইস্টবেঙ্গলে যোগ দেওয়া স্ট্রাইকার বলেন, ‘‘আমি এর আগেও অনেক কোচের অধীনে খেলেছি। তাই এসসি ইস্টবেঙ্গলে নতুন কোচের অধীনে খেলতে সমস্যা হবে না।’’
🚨IT'S OFFICIAL🚨
— SC East Bengal (@sc_eastbengal) September 16, 2021
𝘾𝙃𝙄𝙈𝘼 𝙄𝙎 𝘽𝘼𝘾𝙆!
This time, it's 𝐃𝐚𝐧𝐢𝐞𝐥 𝐂𝐡𝐢𝐦𝐚 𝐂𝐡𝐮𝐤𝐰𝐮.
The three-time Norwegian first-division league winning striker has signed for 𝓾𝓼 on a one-year deal ahead of the #HeroISL 2021-22 season.@chimadsboy#ChimaAgain #JoyEastBengal pic.twitter.com/73B7WUG64h
৩০ বছর বয়সী এই স্ট্রাইকার আরও বলেন, ‘‘আমার অভিজ্ঞতা ভাগ করে নেব সতীর্থদের সঙ্গে। ভারতে খেলা আমার কাছে নতুন পরীক্ষা। ইন্ডিয়ান সুপার লিগ ধীরে ধীরে বড় হছে। তাই আমার মনে হয়েছে লাল-হলুদে যোগ দেওয়াই সঠিক সিদ্ধান্ত।’’
নরওয়ে ছাড়াও চিন, পোলান্ডের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে এই স্ট্রাইকারের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy