Advertisement
০৫ নভেম্বর ২০২৪

লারাকে টপকালেন বিরাট, রানের চাপে হাঁসফাঁস করেছে শ্রীলঙ্কা

অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ডাবল  সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ভারত অধিনায়কের।

দু’শো রান করার পর ভারত অধিনায়ক। রবিবার কোটলায়। পিটিআই।

দু’শো রান করার পর ভারত অধিনায়ক। রবিবার কোটলায়। পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৭
Share: Save:

• দ্বিতীয় দিনের খেলা শেষ। শ্রীলঙ্কার রান তিন উইকেটে ১৩১।

• একশো রান পার করল শ্রীলঙ্কা।

• ৫০ রান করলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।

• ১৮ ওভারে শ্রীলঙ্কার রান তিন উইকেটে ৭৫।

• আউট হলেন দিলরুয়ান পেরেরা। রবীন্দ্র জাদেজার বলে এলবিডবলু হলেন পেরেরা।

• শ্রীলঙ্কার তৃতীয় উইকেটের পতন।

• চা বিরতির পর ফের শুরু খেলা।

• চা বিরতিতে শ্রীলঙ্কা ১৮/২

• শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন। ইশান্তের বলে আউট ধনঞ্জয় ডি’সিলভা।

• মহম্মদ সামির বলে আউট দিমুত করুণারত্নে।

• শুরুতেই ধাক্কা শ্রীলঙ্কার। ইনিংসের প্রথম বলেই আউট করুণারত্নে।

• অপরাজিত ঋদ্ধিমান সাহা এবং রবীন্দ্র জাদেজা।

• ৫৩৬ রানে প্রথম ইনিংস ছাড়ল ভারত। সাত উইকেটে এই রান তোলে টিম বিরাট।

• আউট হলেন ভারত অধিনায়ক। ২৪৩ রানে আউট হলেন তিনি।

• ব্যাট করতে নামলেন ঋদ্ধিমান সাহা।

• আউট হলেন অশ্বিন।

• বিরাটের সঙ্গে ব্যাট করছেন রবিচন্দ্রন অশ্বিন।

• লাঞ্চের পর মাঠে নামলেন দুই দলের ক্রিকেটারেরা।

পেরেরা আউট হওয়ার পর টিম ইন্ডিয়ার উল্লাস। এএফপি।

• ভারতের রান পাঁচ উইকেটে ৫০০।

• লাঞ্চ ব্রেক।

• লক্ষ্মণ সান্দাকানের বলে আউট হলেন রোহিত শর্মা।

• ৬৫ রানে আউট রোহিত।

• আউট হলেন রোহিত শর্মা।

• ৫০০ রান পার করল ভারত।

• ২২০ রানে ব্যাট করছেন বিরাট।

• ১১৫ ওভারে ভারতের রান চার উইকেটে ৪৮১।

• ৫০ করলেন রোহিত শর্মা।

• বিনোদ কাম্বলির পর কোহলিই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি পর পর দুটি টেস্টে দ্বিশতরান করলেন।

• ভারতের হয়ে সবচেয়ে বেশি ডবল সেঞ্চুরি করার ক্ষেত্রে সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগের সঙ্গে একই পর্যায়ে উঠে এলেন বিরাট। ওই দুই প্রাক্তন ব্যাটসম্যানেরও টেস্টে দ্বিশতরান ছয়টি।

• প্রথম অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ছয়টি দ্বিশতরানের রেকর্ড বিরাট কোহলির।এ ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারাকে পিছনে ফেললেন তিনি।

• অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ভারত অধিনায়কের।

• এটি বিরাটের ষষ্ঠ দ্বিশত রান।

• ডাবল সেঞ্চুরি করলেন বিরাট।

• বিরাট কোহালি ১৯৯।

• ১৯৭ রানে ব্যাট করছেন বিরাট।

• ১৯৪ রানে ব্যাট করছেন ভারত অধিনায়ক।

• নিজের ষষ্ঠ দ্বিশত রানের পথে বিরাট কোহালি।

• ১৮৭ রানে ব্যাট করছেন বিরাট।

• রোহিত শর্মাও বড় রানের দিকে এগোচ্ছেন।

• ১৭৭ রানে ব্যাট করছেন অধিনায়ক বিরাট কোহালি।

• ৯৯ ওভারে ভারতের রান চার উইকেটে ৪১১।

• চারশো রান পার করল ভারত।

আরও পড়ুন: বিরাট-বিজয় জুটির শোভা

প্রথম দিন যেখানে শেষ করেছিলেন, আজ যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন বিরাট-রোহিত।

শ্রীলঙ্কার বিরুদ্ধের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন বড় রানের লক্ষ্যে শুরু করল ভারত। কুয়াশা মোড়া সকালে শ্রীলঙ্কার বোলারদের আরও কতটা চ্যালেঞ্জের সামনে ফেলতে পারেন বিরাট-রোহিত জুটি, সেটাই দেখার।

অন্য বিষয়গুলি:

India Sri Lanka Feroz Shah Kotla Third Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE