চহাল টিভিতে চহালের সঙ্গে খলিল, শুভমন ও কুলদীপ। ছবি বিসিসিআইয়ের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।
চহাল টিভিতে সাধারণত ম্যাচের নায়কের আসাই রীতি। বুধবার অবশ্য ম্যাচের আগের দিনই চহাল টিভি সম্প্রচারিত হল। যাতে যজুবেন্দ্র চহাল কথা বললেন ভারতীয় দলের তিন সতীর্থের সঙ্গে। কিন্তু তার চেয়েও চমক হল, ক্যামেরাম্যানের ভূমিকায় থাকলেন রোহিত শর্মা।
বৃহস্পতিবার ওয়ানডে কেরিয়ারের ২০০তম ম্যাচে খেলবেন রোহিত। শুধু খেলবেনই না, বিরাট কোহালির অনুপস্থিতিতে তিনিই অধিনায়ক। নিউজিল্যান্ডে ভারতের সেরা সাফল্য ২০০৮-০৯ সিরিজে। সে বার মহেন্দ্র সিংহ ধোনির দল ৩-১ ফলে জিতেছিল সিরিজ।
হ্যামিলটনে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচের আগে ফুরফুরে মেজাজে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের। চহাল কথা বলতে বলতে রাস্তা পার হলেন। ডাকলেন তরুণ শুভমন গিলকে। তিনি কি বৃহস্পতিবার অভিষেক ঘটাবেন আন্তর্জাতিক ক্রিকেটে? এরপর দেখা গেল বাঁ-হাতি পেসার খলিল আহমেদকে। তিনি ফিটনেস নিয়ে কথা বললেন। খলিল অবশ্য চলতি সিরিজে কোনও ম্যাচে খেলেননি। তারপর হাজির হলেন কুলদীপ যাদব। এই সিরিজে এখনও পর্যন্ত আট উইকেট নিয়ে তিনিই শীর্ষে রয়েছেন। কুলদীপ সিনিয়রদের থেকে উপকৃত হওয়ার কথা শোনালেন।
আরও পড়ুন: নিউজিল্যান্ডে সবচেয়ে বড় সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে
আরও পড়ুন: কাল কেরিয়ারের ২০০তম ওয়ানডে, রোহিত কি স্মরণীয় করে রাখবেন?
এই সময়ই চহাল ক্যামেরাম্যানকে নিয়ে কিছু কথা বলতে বললেন কুলদীপকে। তখনই জানা গেল ক্যামেরাম্যানের ভূমিকায় আছেন খোদ রোহিত শর্মা। যিনি কিনা চহাল টিভির আবির্ভাবেই হাজির ছিলেন সেঞ্চুরিকারী হিসেবে!
MUST WATCH: On our latest episode of Chahal TV 📺📺, we talk to #TeamIndia's young brigade with @ImRo45 donning cameraman 📽️ duties & our host & dost @yuzi_chahal behind the 🎙️ - by @RajalArora
— BCCI (@BCCI) January 30, 2019
Full Video Link ▶️▶️ https://t.co/pLLieJ4HlK pic.twitter.com/a41Iwco9JK
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy