Advertisement
০২ নভেম্বর ২০২৪
Mike Hesson

নিউজিল্যান্ডই ৩-২ ফলে জিতবে একদিনের সিরিজে, ভবিষ্যদ্বাণী হেসনের

এখন আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে রয়েছে ভারত। তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। কিউইদের প্রাক্তন কোচ হেসনের মতে, লড়াই আসলে কিউই বোলারদের সঙ্গে ভারতীয় ব্যাটসম্যানদের।

টানা ছয় বছর নিউজিল্যান্ডের কোচ ছিলেন মাইক হেসন। ছবি: এএফপি।

টানা ছয় বছর নিউজিল্যান্ডের কোচ ছিলেন মাইক হেসন। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
নেপিয়ার শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ১১:৪০
Share: Save:

সদ্য অস্ট্রেলিয়ায় যতই একদিনের সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করুক বিরাট কোহালির দল, নি‌উজিল্যান্ডে ভারতের জয়ের ছবি দেখছেন না মাইক হেসন। কিউইদের প্রাক্তন কোচ বরং বুধবার থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের সিরিজে কেন উইলিয়ামসন বাহিনীর জয়ের ঘোষণাই করছেন।

হেসন ফলাফলও জানিয়ে দিচ্ছেন নির্দ্বিধায়। তাঁর মতে, নিউজিল্যান্ড ৩-২ ফলে জিতবে ওয়ানডে সিরিজ। তবে দুই দলের মধ্যে এই ফরম্যাটে বিশেষ পার্থক্য নেই বলে জানিয়েছেন হেসন। দুই দলই ৫০ ওভারের ফরম্যাটে ছন্দে রয়েছে। বিশ্বকাপের প্রথম এগারো নিয়ে চলছেও পরীক্ষা-নিরীক্ষা। এখনও চূড়ান্ত এগারো বেছে নেয়নি কোনও দলই।

হেসন বলেছেন, “বিশ্বকাপের আগে কোথায় দাঁড়িয়ে আছে, তা দেখে নেওয়ার জন্য দুই দলের কাছেই এটা দারুণ সুযোগ। এই সিরিজ হাড্ডাহাড্ডি লড়াইয়ের হতে চলেছে। আর এটা ব্ল্যাক ক্যাপসদের পক্ষে ৩-২ হতেই পারে।”

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে ভারতের স্ট্রাটেজিতে যে বদলগুলি হওয়া উচিত

আরও পড়ুন: নিউজিল্যান্ডে সহবাগের জোড়া রেকর্ড ভাঙতে পারেন কোহালি

এখন আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে রয়েছে ভারত। তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। হেসনের মতে লড়াই আসলে কিউই বোলারদের সঙ্গে ভারতীয় ব্যাটসম্যানদের। তিনি বলেছেন, “আমার মনে হয় এটাই আসল লড়াই হতে চলেছে। অবশ্য ভারতীয় স্পিনারদের কী ভাবে নিউজিল্যান্ডের মিডল অর্ডার সামলায়, সেটাও খুব আগ্রহের হতে চলেছে।”

২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ‘ব্ল্যাক ক্যাপস’দের কোচ ছিলেন হেসন। আসন্ন আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের কোচের দায়িত্বে পেয়েই তিনি নিউজিল্যান্ডের জাতীয় দলের কোচের পদ ছেড়ে দেন। তাঁর মতে, বিশ্বকাপে কিউইদের তিন দিকে নজর দিতে হবে। হেসনের পরামর্শ, “ইংল্যান্ডে ঝোড়ো শুরু করা জরুরি। তাই ওপেনার কলিন মুনরোর ভূমিকা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, নতুন বলে আঘাত হানতে হবে। তাই টিম সাউদিট্রেন্ট বোল্টকে ফর্মে থাকতে হবে। আর দরকার মাঝের ওভারে উইকেট নেওয়া। না হলে ভাল দলগুলো এর ফায়দা নেবেই।”

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE