Advertisement
০৬ নভেম্বর ২০২৪

ধোনির ক্ষিপ্রতার কাছে হার মানলেন নিশাম

ভারতের ২৫২ রান তাড়া করতে নেমে নিউজ়িল্যান্ডের স্কোর একটা সময় ছিল ছয় উইকেটে ১৭৬।

অব্যর্থ: নিশামকে এ ভাবেই রান আউট করে ফের চর্চায় ধোনি। ছবি: টুইটার

অব্যর্থ: নিশামকে এ ভাবেই রান আউট করে ফের চর্চায় ধোনি। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:১১
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনি ব্যাটে রান না পেলে কী হবে, তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে রবিবার ওয়েলিংটন ম্যাচের পরে। সৌজন্যে ধোনির করা একটি রান আউট।

ভারতের ২৫২ রান তাড়া করতে নেমে নিউজ়িল্যান্ডের স্কোর একটা সময় ছিল ছয় উইকেটে ১৭৬। উইকেটে জমে গিয়েছিলেন জিমি নিশাম। সে সময় যুজবেন্দ্র চহালের একটা বলে নিশামের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন ওঠে। প্রত্যেকের নজরই ওই সময় আম্পায়ারের দিকে ছিল। এমনকি ব্যাটসম্যান নিশামও ক্রিজ থেকে সামান্য বেরিয়ে এসেছিলেন। একমাত্র ধোনিই খেয়াল রেখেছিলেন, কী হচ্ছে। মুহূর্তের মধ্যে বল ছুড়ে নিশামকে রান আউট করে দেন তিনি। এবং তার পরে উৎসব করতে করতে রীতিমতো দৌড় শুরু করে দেন।

এই আউটের ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলতে থাকেন, ঠিক এই জন্যই ভারতীয় দলে ধোনিকে দরকার। শুধু রান আউট করাই নয়, উইকেটের পিছনে দাঁড়িয়ে ক্রমাগত বোলারদের তাতিয়ে গিয়েছেন ধোনি। কখনও কেদার যাদব বল করার সময় বলেছেন, ‘‘আরে তুই তো দেখছি মুথাইয়া মুরলীধরনের মতো বল করছিস।’’ আবার কখনও বলেছেন, ‘‘একেবারে ঠিক জায়গায় বল ফেলছিস। ওখানেই বলটা ফেল, দেখবি ও (ব্যাটসম্যান) একই জায়গায় খেলবে।’’ সব মিলিয়ে ব্যাটে ব্যর্থ হলেও রবিবারের ওয়েলিংটন ছিল ধোনিময়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE