কোহলীর সামনে পড়লেন অশ্বিন।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে অনুশীলনে নেমে পড়ল ভারত। মঙ্গলবার থেকে অনুশীলন ম্যাচও খেলবেন বিরাট কোহলীরা। তার আগে ফিল্ডিং অনুশীলনে ব্যস্ত ভারতীয় দল। সেখানে একটি দলকে নেতৃত্ব দিলেন কোহলী এবং অন্য দলের নেতা ছিলেন রবিচন্দ্রন অশ্বিন।
ফিল্ডিং প্রশিক্ষক আর শ্রীধরের তত্ত্বাবধানে কোহলী বনাম অশ্বিনের এই লড়াইয়ে জেতে ভারত অধিনায়কের দল। কী ছিল সেই লড়াই? হাত না তুলে বল করতে হবে। কোহলীরা সেই লড়াইয়ে ১০-৮ ব্যবধানে হারিয়ে দেন অশ্বিনদের। শ্রীধর বলেন, “ক্রিকেটে হাত না তুলে বল করাকে গুরুত্ব না দেওয়া হলেও খেলোয়াড়দের গতি বাড়াতে খুব গুরুত্বপূর্ণ এই খেলা।”
ক্যাচ ধরা, এক থ্রোয়ে উইকেট ভাঙা এবং বোলারের দিকে বল ছোড়ার মতো বেশ কিছু ফিল্ডিং অনুশীলনও করে ভারতীয় দল। ফিল্ডিং প্রশিক্ষক আর শ্রীধর বলেন, “দলের অনুশীলনে ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর ফলে আরও বেশি সতেজ হয়ে উঠবে ক্রিকেটাররা। যে যে অনুশীলনগুলো করা হয়েছে তার মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ এক থ্রোয়ে উইকেট ভাঙা। টেস্ট ক্রিকেটে এটা খুবই প্রয়োজন।
Two squads 🤜🤛
— BCCI (@BCCI) July 19, 2021
Fielding drills 🙌
A run-through #TeamIndia's fun drill, courtesy fielding coach @coach_rsridhar ahead of their practice session 👊 - by @RajalArora #ENGvIND pic.twitter.com/NXZ4LI0aPR
কোহলী, চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুলদের ব্যাট হাতেও অনুশীলন করতে দেখা যায়। ইংল্যান্ডে বলের মুভমেন্ট থাকবে, সেই বিষয় মাথায় রেখেই অনুশীলন করতে দেখা যায় ভারতীয় ব্যাটসম্যানদের।
ঋষভ পন্থের নিভৃতবাস পর্ব শেষ হলেও ডারহামে দলের সঙ্গে যোগ দেওয়ার আগে দু’বার করোনা পরীক্ষা করা হবে তাঁর। সেই ফল নেগেটিভ এলে তবেই দলের সঙ্গে যোগ দেবেন তরুণ উইকেটরক্ষক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy